scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

Hair Care Tips: ঘি দিয়ে চুলের যত্ন করলেই মিলবে নিশ্চিত উপকার !

haircare with ghee ঘি
  • 1/9

ত্বকের পাশাপাশি চুলের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশীরভাগ মেয়েরাই চায় ঘন ও রেশমি সুন্দর চুল। কিন্তু পার্লারে যাওয়া সব সময় সম্ভব হয় না। বিশেষত অতিমারী পরিস্থিতিতে সেটা সম্ভবই না। বাড়িতেই যত্ন নিয়ে খুব তাড়াতাড়ি চুলের স্বাভাবিক জেল্লা ফিরিয়ে আনা সম্ভব।  

haircare with ghee ঘি
  • 2/9

শুনতে অবাক লাগলেও ভাল চুলের জন্য ব্যবহার করতে পারেন ঘি। জেনে নিন চুলে ঘি ব্যবহার করলে কী কী উপকার পাবেন।

haircare with ghee ঘি
  • 3/9

চুলের গোড়ায় ঘি ম্যাসাজ করলে খুশকি দূর করে চুল ঝলমলে হয়।
 

Advertisement
haircare with ghee ঘি
  • 4/9

বর্তমানে এত দূষণের জন্য খুব তাড়াতাড়ি চুল পেকে যায় অনেক কম বয়সেই। চুলের অকালের পক্কতা রোধ করতে ঘিয়ের জুরি মেলা ভার।
 

haircare with ghee ঘি
  • 5/9

আমলকী ও পেঁয়াজের রসের সঙ্গে ঘি মিশিয়ে সম্পূর্ণ চুলে ভাল করে ম্যাসাজ করুন। এতে চুলের উজ্জ্বলতা বাড়ার পাশাপাশি নতুন চুল গজাবে।
 

haircare with ghee ঘি
  • 6/9

আর্দ্রতার অভাবে চুলের স্বাস্থ্য দুর্বল হয়ে যায়। ঘি স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ। এটি দিয়ে চুলে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। 

haircare with ghee ঘি
  • 7/9

সামান্য গরম করে ঘি চুলের গোড়ায় লাগালে রক্ত সঞ্চালন বাড়ে। যার ফলে চুলের বৃদ্ধি দ্রুত হয়।

Advertisement
haircare with ghee ঘি
  • 8/9

এছাড়া এক চা চামচ নারকেল তেল ও দুই চা চামচ ঘি মিশিয়ে চুলে লাগান। আধ ঘণ্টা রেখে ভেষজ বা হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এতে চুল হবে কোমল ও ঘন হবে।
 

haircare with ghee ঘি
  • 9/9

বেশীরভাগ বাঙালি বাড়িতেই ঘি মজুত থাকে। এই ঘরোয়া পদ্ধতিতেই নিয়মিত চুলের যত্ন নিলে এটি যেমন চুলের জন্য স্বাস্থ্যকর, সে রকম চুল দেখতেও সুন্দর হয়। 
 

Advertisement