scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

রান্নায় পোড়া লেগেছে? চটজলদি এই কাজগুলি করলে দূর হবে পোড়া গন্ধ

পোড়া রান্নায় গন্ধ দূর করার উপায়
  • 1/8

বাড়িতে অতিথি আসবেন। কিংবা বিশেষ মানুষটির জন্যে যত্ন করে রান্না করেছেন। কিন্তু সেই রান্নায় বাধ সাধল পোড়া গন্ধ। অসাবধানতাবশত রান্নায় পোড়া লেগে গেল। তার পরিমাণ সামান্য হলেও পুরো খাবারটি মুখে তোলা দায়। এবার উপায়? 

পোড়া রান্নায় গন্ধ দূর করার উপায়
  • 2/8

 রয়েছে বেশ কয়েকটি উপায়। যা থেকে সহজেই এই সমস্যার সমাধান করতে পারবেন আপনি। আর অতিথি বুঝতেও পারবেন না সেকথা।

পোড়া রান্নায় গন্ধ দূর করার উপায়
  • 3/8

 পেয়াজ: 

একটা খোসা শুধু পেয়াজ ধুয়ে চার টুকরো করে সেই পোড়া খাবারটির চার ধারে রেখে ঢেকে দিন‌। মিনিট দশেক পড়ে আলগা‌ করে তুলে নিন। এতে পোড়া গন্ধ চলে যাবে।

Advertisement
পোড়া রান্নায় গন্ধ দূর করার উপায়
  • 4/8

পান: 

দুধ বা কোনও পানীয় পোড়া লাগলে, সবার প্রথমে সেই পাত্রটা বদলে ফেলুন। এরপর নতুন পাত্রে ২ থেকে ৩ টি পান চুবিয়ে রাখুন ১৫-২০ মিনিট। তাহলেই কেল্লা ফতে। 

পোড়া রান্নায় গন্ধ দূর করার উপায়
  • 5/8

বেকিং সোডা:

খাবারে অতিরিক্ত পোড়া গন্ধ থাকলে সেই খাবারটির পাশে একটা বাটিতে করে সামান্য পরিমাণ বেকিং সোডা জলে ডুবিয়ে রাখুন,পোড়া গন্ধ অনেকটা কমে যাবে।
 

পোড়া রান্নায় গন্ধ দূর করার উপায়
  • 6/8

লেবু:

পোড়া লাগা খাবারে লেবু জাদুকরী কাজ করে। পোড়া লাগা পাত্র থেকে খাবার নামিয়ে অন্য একটা পাত্রে রাখুন ও লেবুর রস দিয়ে নাড়ুন। এতে অনেকটাই উপকার মিলবে।

পোড়া রান্নায় গন্ধ দূর করার উপায়
  • 7/8

রেড ওয়াইন

চাইনিয বা শৌখিন কোনও রান্না পোড়া লাগলে সেখানে সামান্য পরিমাণে রেড ওয়াইন মেশাতে পারেন। এক্ষেত্রে রান্নার যেমন পোড়া গন্ধ দূর হবে, তেমনি স্বাদও বৃদ্ধি হবে। 
 

Advertisement
পোড়া রান্নায় গন্ধ দূর করার উপায়
  • 8/8

পাত্র পরিবর্তন:
তবে সব শেষে এটা মাথায় রাখা খুব গুরুত্বপূর্ণ যে, কোনও খাবার পুড়ে গেলে সবার আগে প্রয়োজন সেই পাত্রটি পরিবর্তন করা। এরপর পোড়া লাগার পরিমাণের ওপর নির্ভর করে ঘরোয়া পদ্ধতিগুলি চেষ্টা করতে হবে।

Advertisement