দীপাবলির ঠিক দু'দিন আগে, ধনত্রয়োদশী কিংবা ধন্বন্তরি- ত্রয়োদশীই সংক্ষেপে ধনতেরাস। কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতেই হয় ধনতেরাস।
এই বছর ধনতেরাস পড়েছে ২ নভেম্বর, মঙ্গলবার। এই বছর ধনতেরাসে বিশেষ শুভ যোগ রয়েছে পুজো ও কেনাকাটার জন্য। যে কোনও কাজ সম্পন্ন করার জন্য এদিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
ধনতেরাসে লক্ষ্মী- গণেশ পুজো করা হয়। বিশ্বাস করা হয় যে, এদিন সোনা -রুপো বা ধাতু কিনলে পরিবারে সুখ-সমৃদ্ধি ঘটে। অতিমারীর মধ্যে ভার্চুয়াল মাধ্যমে সকলকে পাঠান ধনতেরাসের শুভেচ্ছা।
ধনতেরাস উপলক্ষে লক্ষ্মী-গণেশ আপনাকে সুখ ও সমৃদ্ধি দান করুক। ধনতেরাসের শুভেচ্ছা আপনার ও আপনার পরিবারকে।