
স্বামীর বয়স ১৮। আর তাঁর স্ত্রীয়ের বয়স ৭১। শুনতে অবাক লাগলে আদতে এমনটাই ঘটেছে। সব ছবি- garyandalmeda/instagram

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, ১৮ বছর বয়সী গ্যারি হার্ডউইকের সঙ্গে প্রায় ৬ বছর আগে বিয়ে হয় ৭৬ বছর বয়সী অ্যালমেডার।

অ্যালমেডার ছেলের শেষকৃত্য অনুষ্ঠানে গ্যারির সঙ্গে তাঁর আলাপ। সেখান থেকে প্রেমের শুরু বলে জানান এই দম্পতি।

গ্যারি জানান, যখন আলাপ হয়েছিল তখন তাঁর বয়স ছিল ১৮ বছর। এখন তাঁর বয়স ২৩। তিনি একজন প্রকৃত সঙ্গিনীকে সেই সময় খুঁজছিলেন।

অ্যালমেডাই তাঁর প্রকৃত সঙ্গিনী বলে জানান গ্যারি। আপাতত সুখী দম্পতি বলে দাবি করেছেন দুজনেই।

তবে সম্পর্ক টিকিয়ে রাখতেই দু জনতেই অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। অনেক কথা শুনতে হয়েছে দম্পতিকে।

গ্যারি ও অ্যালমেডা উভয়ই জানান, যাঁরা আজেবাজে মন্তব্য করেছেন, তাঁদের সঙ্গে আর কোনও সম্পর্ক রাখেন না তাঁরা।

বিয়ের দিন রাতেই তাঁরা প্রথমবার সেক্স করেন বলে দাবি করেছেন। সুখী দম্পতি হিসাবেই তাঁরা রয়েছেন।

দম্পতি সদ্যই ৬ বছরের বিবাহবার্ষিকী ধুমধাম করে পালন করেছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁদের অনেকে বাহবা জানিয়েছেন।

এমনিতে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এই দম্পতি। তাঁদের বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তাঁরা।