মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী (Vasant Panchami) বা সরস্বতী পুজো (Saraswati Puja) হয়। মূলত সরস্বতী পুজো থেকেই সূচনা হয় বসন্ত ঋতুর। ছাত্র-ছাত্রীদের জন্যে সরস্বতী পুজো খুবই স্পেশাল।
করোনাকালে অন্যান্য সব পুজোর মতো সরস্বতী পুজোর আনন্দেও কিছুটা ভাটা পড়েছে। তবে শুভেচ্ছা বার্তা দেওয়ায় তো কোনও বাঁধা নেই। বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন, প্রিয়জনকে এবার সরস্বতী পুজোয় পাঠিয়ে দিন এই ভার্চুয়াল শুভেচ্ছা বার্তাগুলি।
বীণা নিয়ে হাতে, সরস্বতী থাকুক আপনার সঙ্গে। মায়ের আশীর্বাদ থাকুক সাথে প্রতিদিন, সঙ্গে থাকুক শুভেচ্ছা এদিনের। রইল সরস্বতী পুজো ও বসন্ত পঞ্চমীর শুভকামনা।
জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে। বীনা পুস্তক রঞ্জিত হস্তে, ভগবতী ভারতি দেবি নমোহস্তুতে। শুভ সরস্বতী পুজো ২০২২।
বিদ্যা-জ্ঞান প্রদায়িণী জ্ঞানের বিকাশ করো, অজ্ঞানতার তিমিরতা ধরা থেকে দূর করো! ভালো কাটুক সরস্বতী পুজো!
তোমার বীণার সুরে আনন্দ অন্তহীনতা, বিশ্বব্রহ্মাণ্ডের মাঝে তুমি আনন্দ দাও প্রাণে, সুখ মনে শান্তি সবই তোমার দান, ভাবের অভাব দূর করো তুমি, শুনি আনন্দের গান!