scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

Healthy Food : শরীরের ক্ষতিগ্রস্ত অঙ্গকে সারিয়ে তোলে এই ৫ 'সুপারফুড', DNA-র জন্যও ভাল

Healthy food these 5 foods good for DNA organ damaged cell repairing abk one
  • 1/14

Healthy Food: স্বাস্থ্যকর, সুস্বাদু, টাটকা খাবার খেতে দারুণ লাগে। তবে এখানেই শেষ নয়। এর পাশাপাশি আরও গুণ রয়েছে। শরীরের জন্য এগুলো অত্যন্ত উপকারী। প্রয়োজনীয় পুষ্টি যোগায় আর শরীরকে শক্তপোক্ত করে গড়ে তোলে।

Healthy food these 5 foods good for DNA organ damaged cell repairing abk two
  • 2/14

শরীর যাতে আরও ভালভাবে কাজ করে তাই জন্য সেগুলো। দরকারি এর পাশাপাশি শরীরের ক্ষতিগ্রস্ত কোষ অঙ্গাণু সারিয়ে তুলতে এগুলো দিব্যি কাজ করে। বাড়িয়ে তোলে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের কার্যক্ষমতা। টেনশন দূর করে। মাথার কাজকে আরও ভাল করতে সাহায্য করে। 

Healthy food these 5 foods good for DNA organ damaged cell repairing abk three
  • 3/14

হলিস্টিক লাইফস্টাইল অ্যান্ড ওয়েলনেস লিউইক কুটিনহো জানাচ্ছেন, এইসব জিনিস আমাদের ভেতরের অঙ্গ রিপেয়ার আর ডিএনএ-র হেলথ মেনটেন করে। ক্রনিক আর জেনেটিক রোগ থেকে দূরে রাখে। ইনফ্লেমেশন বা জ্বালানি থেকে রক্ষা করে। এই সব সমস্যা কম করে। আর সব মিলিয়ে আমাদের আরও সুস্থ রাখতে সাহায্য করে। 

Advertisement
Healthy food these 5 foods good for DNA organ damaged cell repairing abk four
  • 4/14

তেমনই কয়েকটি জিনিস নিয়ে কথা বলব যেগুলো খুবই সাধারণভাবে পাওয়া যায়। আর তা খাওয়া বা ব্যবহার করা কঠিন নয়। 

Healthy food these 5 foods good for DNA organ damaged cell repairing abk five
  • 5/14

বেদানা- এই ফলটির অনেক গুণ রয়েছে। তাই একে খুবই দরকারি ফল বলে মনে হয়। লাল রঙের এই ফল ভিটামিন-ই, আয়রন, ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড পটাশিয়াম, ভিটামিন কে-তে ভরপুর। এই ফল হার্টের রোগ ক্যান্সার আর্থ্রাইটিসের মতো সমস্যাকে সামলায়।

Healthy food these 5 foods good for DNA organ damaged cell repairing abk six
  • 6/14

এর পাশাপাশি ইনফ্লেমেটরি কন্ডিশন সামলাতে কাজে লাগে। এতে রয়েছে অ্যান্টি এজিং প্রপার্টি। তার ফলে ত্বক বা স্কিন খুব ভাল থাকে।

Healthy food these 5 foods good for DNA organ damaged cell repairing abk seven
  • 7/14

নারকেল তেল- আপনার ঘরে নারকেল তেল নিশ্চয়ই আছে। কিন্তু এর যত গুণ তা কি জানেন! খাবারের রান্না করার সময় এই তেল ব্যবহার করলে উপকার পেতে পারি। যেমন নারকেল তেলে রয়েছে অ্যান্টি-মাইক্রোবিয়াল আর অ্যান্টিঅক্সিডেন্ট গুণ। যা ত্বক ভাল রাখে।

Advertisement
Healthy food these 5 foods good for DNA organ damaged cell repairing abk seven
  • 8/14

এর পাশাপাশি ওজন কম করতেও এর তুলনা নেই। নারকেল তেল এনার্জি থাকে। প্রচুর এনার্জির উৎস। তাই দীর্ঘ সময় আপনার খিদে লাগবে না।

Healthy food these 5 foods good for DNA organ damaged cell repairing abk eight
  • 9/14

মাশরুম- দীর্ঘ এবং সুস্থ জীবন করতে মাশরুমকে এক গুরুত্বপূর্ণ সবজি বলে মানা হয়। মাশরুমে থাকে কম ক্যালোরি। আর ফাইবার, প্রোটিন প্রচুর থাকে। এর পাশাপাশি ভিটামিন-ডি, আয়রন, সেলেনিয়াম আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। 

Healthy food these 5 foods good for DNA organ damaged cell repairing abk nine
  • 10/14

আলঝাইমার্স, হার্টের রোগ, ক্যান্সার, ডায়াবেটিস এর মতো ভয়ঙ্কর রোগ থেকে এটা বাঁচায়। 

Healthy food these 5 foods good for DNA organ damaged cell repairing abk ten
  • 11/14

হলুদ- ভারতে হলুদের ব্যবহার প্রায় সব বাড়িতেই হয়। হলুদে কিউমিন নামে এক জিনিস থাকে। যাতে অ্যান্টিইনফ্ল্যামেটরি আর অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ থাকে। ত্বক, হার্ট, জয়েন্ট বা জোড়া আর অন্য বিভিন্ন অঙ্গের ক্ষেত্রে অত্যন্ত উপকারী।

Advertisement
Healthy food these 5 foods good for DNA organ damaged cell repairing abk eleven
  • 12/14

চিকিৎসকরা জানাচ্ছেন হলুদ ক্যান্সার, অ্যালঝাইমার্স, ডিপ্রেশন আর্থারাইটিসের মতো রোগে অনেক ফায়দা দিতে পারে। রাতে দুধের সঙ্গে হলুদ খাওয়া ভাল বলে মনে করা হয়।

Healthy food these 5 foods good for DNA organ damaged cell repairing abk twelve
  • 13/14

গ্রিন টি- কেবল রিফ্রেশিং আর হাইড্রেটিং বেভারেজ নয়, এর মধ্যে রয়েছে পলিফেনলস যা ইনফ্লেমেশন আর ক্যান্সারের মতো রোগকে দূরে সরিয়ে রাখে।

Healthy food these 5 foods good for DNA organ damaged cell repairing abk thirteen
  • 14/14

এর পাশাপাশি গ্রিন টি মেটাবলিজম বাড়ায়। তাই চর্বি কমাতে সাহায্য করে। ক্ষতিগ্রস্ত কোষকে সারিয়ে তুলতেও সাহায্য করে গ্রিন টি।

Advertisement