scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

Hill Stations In India Near Airport : সময় কম-বাজেটও কম? দেশের এই হিল-স্টেশনগুলি ঘুরে আসুন, কাছেই এয়ারপোর্ট

প্রতীকী ছবি
  • 1/9

ঠান্ডা অনেকটাই কমেছে। আবার কিছুটা কমেছে করোনার দাপটও। তাই অনেকেই এবার বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন। তবে ব্যস্ততার জন্য হাতে সময় কম। তাই কম সময়ে কোথায় বেড়াতে যাবেন তা নিশ্চিত করা যাচ্ছে না। তাহলে চলুন জেনে নেওয়া যাক ভারতের কিছু মনোরম হিল স্টেশনের বিষয়ে যেগুলির কাছেই রয়েছে বিমানবন্দর (Hill Stations In India Near Airport)। ফলে কম সময়ে আপনি ঘুরে আসতে পারবেন ওই জায়গাগুলি। 

প্রতীকী ছবি
  • 2/9

গুলমার্গ, কাশ্মীর - পর্যটকদের কাছে কাশ্মীর বরাবরই খুব জনপ্রিয়। আর কাশ্মীরের গুলমার্গ তো পর্যটকদের খুব পছন্দের। এই জায়গাটি শ্রীনগর থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। তাই শ্রীনগর থেকে বাসে বা ভাড়ার গাড়িতে আপনি খুব সহজেই পৌঁছে যেতে পারেন গুলমার্গে। অর্থাৎ বিমানে শ্রীনগর পৌঁছে কোনও ঝঞ্ঝাট ছাড়াই আপনি পৌঁছে যেতে পারেন গুলমার্গ। 

প্রতীকী ছবি
  • 3/9

মুসৌরি - এই জায়গাকে বলা হয় পাহাড়ের রানি। সমুদ্র থেকে প্রায় ৬,৫৮০ ফুট উচ্চতায় অবস্থিত মুসৌরি। এই হিলস্টেশন থেকে জলি গ্রান্ট এয়ারপোর্টের দূরত্ব মাত্র ৫৪ কিলোমিটার। তাই জলি গ্রান্ট বিমানবন্দরে নেমে অনায়াসেই আপনি পৌঁছে যেতে পারেন মুসৌরি। 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/9

শিলং - মেঘালয়ের রাজধানী শিলংকে বলা হয় পূর্বের স্কটল্যান্ড। সুন্দর ঝরনা ও মনোরম প্রাকৃতিক শোভা দেখতে অনেকেই শিলং ভ্রমণের প্ল্যান করেন। বছরের যেকোনও সময় যাওয়া যায় শিলং। শিলং-এর উমরোই এয়ারপোর্ট থেকে শহরের দূরত্ব মাত্র ৩০ কিলোমিটার। 

প্রতীকী ছবি
  • 5/9

দার্জিলিং - সবুজ চায়ের বাগান, কাঞ্চনজঙ্ঘার চূড়া আর টয়ট্রেনের কথা শুনলেই প্রথমে যে জায়গার কথা মনে পড়ে তা হল দার্জিলিং। ভিড় থেকে দূরে নিরিবিলিতে দিন কয়েক কাটানোর জন্য দার্জিলিং একদম পারফেক্ট জায়গা। দার্জিলিং-এর নিকটবর্তী এয়ারপোর্ট হল বাগডোগরা। বিমানবন্দরে নেমে ট্যাক্সি পরিষেবার মাধ্যমে মাত্র ৬৭ কিলোমিটার অতিক্রম করেই আপনি পৌঁছে যেতে পারেন দার্জিলিং। 

আরও পড়ুনজিমে না গিয়েই ৩০ কেজি ওজন কমালেন ২ সন্তানের মা, কীভাবে?

প্রতীকী ছবি
  • 6/9

সিমলা - বিমানে খুব সহজেই পৌঁছান যায় সিমলা। বিমানবন্দর থেকে শহরের দূরত্ব মোটামুটি ২২ কিলোমিটার। পাহাড়প্রেমীদের কাছে সিমলা বারবরই পছন্দের জায়গা। তাই বিমানে যাতায়াত করলে আপনি অল্প সময়ে ঘুরে নিতে পারেন সিমলা। 
 

প্রতীকী ছবি
  • 7/9

কুলু মানালী - বিয়াস নদীর তীরে কুলু-মানালী অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। এখানকার নদী, উপত্যকা, সবুজ পরিবেশ পর্যটকদের খুবই আকর্ষিত করে। আপনার হাতে যদি সময় কম থাকে তাহলে সরাসরি ভুন্তর বিমানবন্দরের মাধ্যমে এখানে পৌঁছতে পারেন। বিমাবন্দর থেকে মাত্র ২০ মিনিটে পৌঁছান যায় কুলু এবং দেড় ঘণ্টার যাত্রা পৌঁছে যাওয়া যাবে মানালী। 
 

Advertisement
প্রতীকী ছবি
  • 8/9

গ্যাংটক, সিকিম - হিমালয়ের উঁচু শৃঙ্গ এবং রোম্যান্টিক পরিবেশের জন্য সমবসময় ফেমাস গ্যাংটক। এককথায় বলতে গেলে গ্যাংটকের প্রতিটি কোণায় লুকিয়ে রয়েছে সৌন্দর্য। পেকিংয় এয়ারপোর্টের মাধ্যমে কম সময়ে পৌঁছান যায় এখানে। বিমানবন্দর থেকে দূরত্ব মোটামুটি ২৮ কিলোমিটার। 

প্রতীকী ছবি
  • 9/9

ম্যাকলোডগঞ্জ - হিমাচল প্রদেশের এই হিল স্টেশনটি সারাবছরই রং-বেরঙের ধ্বজা দিয়ে সাজানো থাকে। কাংড়া হল এই অঞ্চলের সবচেয়ে নিকটবর্তী এয়ারপোর্ট। মাত্র ৪৫ মিনিটেই বিমানবন্দর থেকে এখানে পৌঁছে যাওয়া যায়। 

Advertisement