scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

Hilsa Story : ইলিশ মাছ কত রকমের ও কী কী ? জানুন

ইলিশ
  • 1/7

গঙ্গা ও পদ্মা থেকেই মূলত ইলিশ পাওয়া যায়। সেই সব ইলিশের নামও রয়েছে। আসুন দেখি ওই দুই নদী থেকে পাওয়া ইলিশ কত রকমের ও কী কী? 

ইলিশ
  • 2/7

মৎস্য বিশেষজ্ঞ দিগেন বর্মণ তাঁর ইলিশ পুরাণ বইতে লিখেছেন, পদ্মায় ৩ রকম ইলিশ মাছ পাওয়া যায়। তাদের নাম- পদ্ম ইলিশ, চন্দনা ইলিশ ও গুর্তা ইলিশ। 
 

ইলিশ
  • 3/7

পদ্ম ইলিশের পিঠ সবজে রঙের হয়। চন্দনা ইলিশের পিঠ কালচে। তবে গায়ে উজ্জ্বল আঁশ থাকে। তবে এদের আকার ছোটো হয়। 
 

Advertisement
ইলিশ
  • 4/7

গুর্তা ইলিশের গায়ে আবার কাঁটা থাকে। নদীর মোহনা থেকে ৭ বা ৮ কিলোমিটারের মধ্যে দেখা যায় এদের। 
 

ইলিশ
  • 5/7

গঙ্গায় দুই ধরনের ইলিশ মেলে। একটির নাম খোকা ইলিশ অন্যটির ইলিশ। 

ইলিশ
  • 6/7

একেবারে ছোটো ইলিশকে খোকা ইলিশ বলে। এদের খয়রা বা পিল মাছ নামেও ডাকা হয়। 
 

ইলিশ
  • 7/7

 তবে গঙ্গা ও পদ্মার বড় ইলিশের সাইজ প্রায় একই হয়।  ভাদ্র মাসে দুই নদীর ইলিশের পেটে ডিম পাওয়া যায়। 

Advertisement