scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

গঙ্গা না পদ্মার ইলিশ, স্বাদে কোনটা সেরা? জানুন

ইলিশ
  • 1/7

ইলিশ না চিংড়ি এ'যেমন ঘটি ও বাঙালদের কাছে এক তর্কের বিষয়, একইভাবে পদ্মা ও গঙ্গার ইলিশের মধ্যে কোনটি বেশি সুস্বাদু তা নিয়েও তর্কের অন্ত নেই ঘটি ও বাঙালদের। 

ইলিশ
  • 2/7

এই নিয়ে সাহিত্যিকদের মধ্যেও মতভেদ ছিল। এই সংক্রান্ত সব তথ্য পাওয়া যায় দিগেন বর্মণের 'ইলিশ পুরাণ' বইতে। তিনি বইতে লিখেছেন কমলকুমার মজুমদার ও রাধাপ্রসাদ গুপ্তর মতে, গঙ্গার ইলিশ সেরা। আবার সাহিত্যিক বুদ্ধদেব গুহের মতে, পদ্মার ইলিশই বেশি ভালো। আবার অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় গঙ্গার ইলিশই বেশি ভালোবাসেন। 

ইলিশ
  • 3/7

'ইলিশ পুরাণ' বইতে গঙ্গা ও পদ্মার ইলিশের স্বাদ নিয়ে তর্কের অবসানের চেষ্টা করেছেন। সেখানে তিনি যোগেন বর্মণ নামে এক মৎসজীবীর অভিজ্ঞতাকে তুলে ধরেছেন। 

Advertisement
ইলিশ
  • 4/7

যোগেনবাবুর মতে, গঙ্গার ইলিশের স্বাদ পদ্মার ইলিশের থেকে ভালো। 

ইলিশ
  • 5/7


তবে সুস্বাদু হতে পারে পদ্মার ইলিশও।  ওই মৎসজীবীর ব্যাখ্যা, পদ্মার ইলিশ যদি  মেঘনায় চলে যায় ও কয়েকদিন থাকে তাহলে তার স্বাদ বদলে যায়। 

ইলিশ
  • 6/7

তবে গঙ্গার ইলিশের পক্ষে বেশি মানুষ রায় দিলেও বাঙালরা কিন্তু তা মানতে নারাজ। তাঁদের কাছে ,পদ্মার ইলিশই সেরা। 
 

ইলিশ
  • 7/7

দিগেন বর্মণ এও জানিয়েছেন, বাংলাদেশে গিয়ে তাঁর অভিজ্ঞতার কথা। সেদেশের মানুষের কাছে পদ্মার ইলিশই সেরা। তবে গঙ্গার ইলিশও যে তাঁরা পছন্দ করেন তাও জানিয়েছেন। 
 

Advertisement