Advertisement
লাইফস্টাইল

Holi 2021: হোলি হ্যায়! Facebook, Instagram, WhatsApp-এ পাঠান ভার্চুয়াল বার্তা

  • 1/11

আজ গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে হোলি!  রঙের উৎসবে কম বেশি সামিল হন সকলেই। 

  • 2/11

আর এই বিশেষ দিন উপলক্ষে বিভিন্ন জায়গায় পুজোও হয়। রাধা-কৃষ্ণের পুজো করা হয় বিশেষত। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। 

  • 3/11

দোল উপলক্ষে শ্রীকৃষ্ণের জন্মভূমি হিসেবে পরিচিত মথুরা ও রাধার জন্মস্থান বৃন্দাবনে প্রায় ১৬ দিন ধরে বিশেষ উৎসব পালিত হয়। 

Advertisement
  • 4/11

গত এক বছরের অনেক উৎসবের মতো হোলিতেও ছন্দপতন ঘটেছে এই বছর করোনা অতিমারীর জন্য। হোলির জাকজমক অনেকটাই কমেছে এই বার। তাই মনের মানুষকে বা প্রিয় বন্ধুকে দোলযাত্রা বা বসন্ত উৎসবে ওয়াটস অ্যাপ, ফেসবুক, ইন্সটাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভার্চুয়াল বার্তা  বার্তা শেয়ার করুন। যেই মেসেজগুলি আপনি পাঠাতে পারেন, দেখে নিন এক নজরে। 
 

  • 5/11

হোলি শুধু একটা দিনের উদযাপন নয়। এটি প্রেম, আবেগ এবং রঙে পূর্ণ  এক ঋতু। শুভ হোলি! 
 

  • 6/11

আগামী বছরটি সমৃদ্ধ এবং সুখে ভরা হোক থাকুক এবং প্রতিদিন হোলির মতোই রঙিন হোক। হোলি মোবারক!

  • 7/11

হোলির সম্পূর্ণ দিনটি উপভোগ করুন। আপনার ও আপনার পরিবারের জন্য হোলির শুভেচ্ছা রইল। 
 

Advertisement
  • 8/11

রং বরসে! হোলির শুভেচ্ছা সকলকে। 

  • 9/11

রঙের এই উৎসবে আপনার জীবন রঙে ভরে উঠুক। হ্যাপি হোলি!

  • 10/11

হোলি হ্যায়! সকলকে হোলির অনেক শুভেচ্ছা! আগামী দিনগুলি রঙিন কাটুক।
 

  • 11/11

বছরের সেরা সময় এসে গেছে! সমস্ত সুন্দর রঙে ভরে উঠুক তোমার জীবন। হোলি ভাল কাটুক এই কামনা করি।

Advertisement