scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

Holi 2021: বসন্ত উৎসবে WhatsApp, Facebook, Instagram স্ট্যাটাসের নতুন ট্রেন্ড! জেনে নিন উইশ-বার্তা

দোল পূর্ণিমার শুভেচ্ছা বার্তা
  • 1/10

উৎসবপ্রেমী  বাঙালিদের পছন্দের তালিকায় প্রথমের দিকেই থাকে দোলযাত্রা (Dolyatra) বা হোলি (Holi)। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) বসন্ত উৎসব চালু করেছিলেন। তাই রঙিন এই উৎসবের দিকে মুখিয়ে থাকেন অনেকেই। 

দোল পূর্ণিমার শুভেচ্ছা বার্তা
  • 2/10

তবে শুধু বাঙালি হয় প্রায় গোটা দেশই রঙের উৎসবে মেতে ওঠেন। সাধারণত ফাল্গুন মাসেই হয় দোল উৎসব। আর দোলের ঠিক পরের দিন আগামী ২৯ মার্চ পালিত হবে হোলি।

দোল পূর্ণিমার শুভেচ্ছা বার্তা
  • 3/10

যদিও গত এক বছরের অনেক উৎসবের মতো হোলিতেও ছন্দপতন ঘটেছে এই বছর করোনা অতিমারীর জন্য। তাই ঘরোয়া ভাবেই বেশীরভাগ মানুষরা কাটাবেন হোলি। তাই মনের মানুষকে বা প্রিয় বন্ধুকে দোলযাত্রা বা বসন্ত উৎসবে ওয়াটস অ্যাপ, ফেসবুক, ইন্সটাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভার্চুয়াল বার্তা শেয়ার করুন। যেই মেসেজগুলি আপনি পাঠাতে পারেন, দেখে নিন এক নজরে।
 

Advertisement
দোল পূর্ণিমার শুভেচ্ছা বার্তা
  • 4/10

বসন্ত উৎসবের শুভেচ্ছা বার্তা পৌঁছে যাক সবার দোরে দোরে। শুভ হোক সব।

দোল পূর্ণিমার শুভেচ্ছা বার্তা
  • 5/10

রামধনুর মতো রঙিন হয়ে উঠুক তোমার জীবন, নানা রঙ মিলে-মিশে ভরে উঠুক জীবনের ক্যানভাস! শুভ দোলযাত্রা

দোল পূর্ণিমার শুভেচ্ছা বার্তা
  • 6/10

রাঙিয়ে দিয়ে যাও যাও যাও গো এবার যাবার আগে... শুভ বসন্ত উৎসব।

দোল পূর্ণিমার শুভেচ্ছা বার্তা
  • 7/10

রঙে রঙে রাঙিয়ে দাও এই মন, এই ভুবন…মেতে ওঠো রঙের উৎসবে…শুভ দোলযাত্রা

Advertisement
দোল পূর্ণিমার শুভেচ্ছা বার্তা
  • 8/10

আপনাকে ও আপনার পরিবারের সকলকে শুভ দোলযাত্রার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই!

দোল পূর্ণিমার শুভেচ্ছা বার্তা
  • 9/10

মধুর মুহূর্ত এবং স্মৃতি দিয়ে ভরা এই দোলেতে অপনাকে এবং অপনার পরিবারের সকল সদস্যকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা।
 

দোল পূর্ণিমার শুভেচ্ছা বার্তা
  • 10/10

লাল, নীল, হলুদ আবিরের রঙে জীবনের প্রতিটা অধ্যায় হয়ে উঠুক রঙিন। সকলকে জানাই বসন্ত উৎসবের শুভেচ্ছা!
 

Advertisement