যৌন উদ্দীপনা ও সুস্থ যৌনতার জন্য কন্ডোম ব্যবহার করেন যুগলরা। কিন্তু অনেকেই আবার কন্ডোম ব্যবহার করতে রাজি হন না। (সব ছবি প্রতীকী)
মূলত গর্ভবস্থা এড়াতে এবং সংক্রমণ ছাড়া সঙ্গমের জন্য কন্ডোম ব্যবহার করা হয়। চিকিৎসকরাও কন্ডোমের ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন।
কিন্তু যাঁরা কন্ডোম ব্যবহার করতে চান না, তাদের জন্যও রয়েছে একটি রাস্তা। তবে এক্ষেত্রে অনেকটা সাবধানতা অবলম্বন করতে হয়।
সঙ্গমের চূড়ান্ত মুহূর্তে সঠিক সময়ে পুল আউট মেথড প্রয়োগ করতে হবে। তাহলেই কন্ডোম ছাড়া যৌনতা উপভোগ করতে পারবেন।
তবে চিকিৎসকদের বক্তব্য, কন্ডোম ব্যবহারই সবথেকে সুস্থ যৌনতা। এতে রোগ সংক্রমণের ঝুঁকিও কম থাকে।
এইচআইভি- মতো যৌন রোগ দ্রুত ছড়ায়। ফলে এক্ষেত্রে কন্ডোম ব্যবহারে এসব রোগ আটকানো যায়।
তবে অনেকেই রয়েছেন যাঁরা কন্ডোম ছাড়া যৌনসুখ খোঁজেন। তাদের জন্য এই পন্থা থাকলেও, সেটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ।