Advertisement
লাইফস্টাইল

কন্ডোম ছাড়াও নির্ভয়ে উদ্দাম সেক্স করা যায়! গবেষণা যা বলছে...

যৌন উদ্দীপনা
  • 1/7

যৌন উদ্দীপনা ও সুস্থ যৌনতার জন্য কন্ডোম ব্যবহার করেন যুগলরা। কিন্তু অনেকেই আবার কন্ডোম ব্যবহার করতে রাজি হন না। (সব ছবি প্রতীকী)

মূলত গর্ভবস্থা
  • 2/7

মূলত গর্ভবস্থা এড়াতে এবং সংক্রমণ ছাড়া সঙ্গমের জন্য কন্ডোম ব্যবহার করা হয়। চিকিৎসকরাও কন্ডোমের ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন।

কিন্তু যাঁরা
  • 3/7

কিন্তু যাঁরা কন্ডোম ব্যবহার করতে চান  না, তাদের জন্যও রয়েছে একটি রাস্তা। তবে এক্ষেত্রে অনেকটা সাবধানতা অবলম্বন করতে হয়।
 

Advertisement
সঙ্গমের চূড়ান্ত
  • 4/7

সঙ্গমের চূড়ান্ত মুহূর্তে সঠিক সময়ে পুল আউট মেথড প্রয়োগ করতে হবে। তাহলেই কন্ডোম ছাড়া যৌনতা উপভোগ করতে পারবেন।

তবে চিকিৎসকদের
  • 5/7

তবে চিকিৎসকদের বক্তব্য, কন্ডোম ব্যবহারই সবথেকে সুস্থ যৌনতা। এতে রোগ সংক্রমণের ঝুঁকিও কম থাকে।

এইচআইভি-
  • 6/7

এইচআইভি- মতো যৌন রোগ দ্রুত ছড়ায়। ফলে এক্ষেত্রে কন্ডোম ব্যবহারে  এসব রোগ আটকানো যায়। 
 

তবে অনেকেই
  • 7/7

তবে অনেকেই রয়েছেন যাঁরা কন্ডোম ছাড়া যৌনসুখ খোঁজেন। তাদের জন্য এই পন্থা থাকলেও, সেটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ।
 

Advertisement