
বর্ষাকালে বাড়িতে কেন্নোর উৎপাত শুরু হয়। বৃষ্টি পড়লেই এদের আনাগোনা যেন বেশি বেড়ে যায়।

তবে, কিছু সহজ উপায়েই কেন্নোর উপদ্রব থেকে মুক্তি পেতে পারে।

আজকের আমরা জানাব কীভাবে কেন্নোর উৎপাত থেকে মুক্তি পাবেন।

ঘর যদি আর্দ্র ও স্যাঁতস্যাঁতে থাকে, তাহলে সমস্যা বাড়ে।

দিনের বেলায় ঘরে রোদ আসতে দিন। দরজা ও জানালা খোলা রাখুন।

ঘরের দেওয়াল বা মেঝেতে কোনও ফাঁক বা ফুটো থাকলে তা ভরাট করুন।

ঘরের দরজার কাছে বা জানলার পাশে ডায়াটোমেসিয়াস আর্থ পাউডার ছড়িয়ে দিন। এই পাউডারের সংস্পর্শে এলে কেন্নো মারা যায়।

দরজার ফাঁকে, বাড়িতে থাকা কোনও গাছের তলায় বা এমন কোনও স্থান, যেখানে কেন্নো থাকার সম্ভাবনা রয়েছে, সেখানে এসেনশিয়াল অয়েল ছড়িয়ে দিতে পারেন।

আর্দ্রতাযুক্ত জায়গায় ঘরের কোণে, বাগানে ছড়িয়ে দিন বোরিক অ্যাসিড। কেন্নো মারা যাবে।

জলের লাইনের আশপাশে পাইপ থেকে কোথাও জল বেরিয়ে যাচ্ছে কি না খেয়াল রাখুন। লিক থাকলে সারিয়ে ফেলুন।