Advertisement
লাইফস্টাইল

Hibiscus Plant Care: গাছে জবা ফোটে না? এই টিপস মানলে প্রচুর পরিমাণে ফুল ফুটবে

Hibiscus flower
  • 1/8

হিন্দু ধর্মে নিত্য পুজোয় জবা ফুল ব্যবহৃত হয়। অনেকের বাড়িতে জবা ফুলের গাছ থাকে। জবা ফুল যেমন দেখতে সুন্দর, তেমন উপকারীও বটে। জবার অনেক প্রাকৃতিক গুণ আছে। 

joba ful
  • 2/8

জবা এমন একটি ফুল যা, বাগানের শোভা বাড়ায়। নানা রঙের জবা ফুল হয়। যদি আপনার জবা গাছে কম ফুল আসে অথবা কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে, তাহলে কিছু সহজ ব্যবস্থা নিলেই গাছ ফুলে ভরবে। 

Hibiscus gardening
  • 3/8

জবা গাছের বিশেষ করে পটাসিয়ামের প্রয়োজন হয়, যার অভাব ফুল নষ্ট হতে পারে বা ফুলের কুঁড়ি ঝরে যেতে পারে।

Advertisement
Hibiscus plant
  • 4/8

মাসে একবার পটাসিয়াম সমৃদ্ধ সার (যেমন ভার্মিকম্পোস্ট বা গোবর সার) দিন গাছে। তবে পরিমাণের দিকে খেয়াল রাখতে হবে। 

Hibiscus
  • 5/8

কীটপতঙ্গ এবং রোগ প্রতিরোধের জন্য পাতা এবং শিকড় পরিষ্কার রাখুন। জবা গাছের প্রতিদিন কমপক্ষে ৬-৮ ঘণ্টা সরাসরি সূর্যালোক প্রয়োজন।

china rose
  • 6/8

মাটি শুষ্ক থাকলেই কেবল জল দিন। অতিরিক্ত জল দিলে পাতা বৃদ্ধি পায়। কিন্তু ফুল ফোটার সম্ভাবনা কমবে।

joba Hibiscus
  • 7/8

গাছের জন্য এমন মাটি ব্যবহার করুন যেখানে জল ধরে রাখা যায় না এবং সার থাকে।

Advertisement
Hibiscus ful
  • 8/8

পুরনো এবং শুকনো অংশ কেটে ফেললে নতুন শাখা এবং আরও ফুল ফোটে। এছাড়া পোকামাকড় থেকে রক্ষা পেতে নিমের তেল স্প্রে করুন।

Advertisement