scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

LPG Cylinder Price: বাজেট মিটতেই বাড়ল রান্নার গ্যাসের দাম, ভর্তুকিহীন হচ্ছে কেরোসিনও

 LPG Cylinder
  • 1/7

গত সোমবার অর্থমন্ত্রী হিসাবে নিজের তৃতীয় বাজেট পেশ করেছেন নির্মলা সীতারামন। যেখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ভারতের আরও ১ কোটি ঘরে উজ্জ্বলা যোজনায় রান্নায় গ্যাস সরবরাহ করার কথা ঘোষণা করেছিলেন। 
 

 LPG Cylinder
  • 2/7

এদিকে নির্মলার বাজেট ঘোষণার ৩ দিনের মাথাতেই ফের শহরে মহার্ঘ্য রান্নার গ্যাস।  শহর কলকাতায় এক ধাক্কায় ভর্তুকিহীন ঘরোয়া রান্নার গ্যাসের দাম বাড়ল ২৫ টাকা। এতদিন ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৭২০.৫০ টাকা। বৃহস্পতিবার থেকে এর দাম ২৫ টাকা বেড়ে হল ৭৪৫.৫০টাকা।
 

 LPG Cylinder
  • 3/7

এই নিয়ে গত ডিসেম্বর থেকে শহরে তিন দফায় সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম বাড়ল। এর আগের দু'দফায় দাম বেড়েছিল ১০০ টাকা।

Advertisement
 LPG Cylinder
  • 4/7

এলপিজি ৫ কেজি সিলিন্ডারের দাম বর্তমানে দাঁড়িয়েছে ২৭৫.৫০ টাকা। অন্যদিকে, বাণিজ্যিক ১৯.২ কেজি গ্য়াস সিলিন্ডারের দাম শহরে  হয়েছে ১৫৯৮.৫০ টাকা।
 

 LPG Cylinder
  • 5/7

 এদিকে এবারের বাজেটে পেট্রোল, ডিজেলের উপরে  কৃষি পরিকাঠামো এবং উন্নয়নের (এগ্রিকালচার ইন্ফ্রাস্ট্রাকটার অ্যান্ড ডেভেলপমেন্ট সেস) নামে নতুন সেস বসিয়েছেন অর্থমন্ত্রী৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারমণ পেট্রোলে আড়াই টাকা প্রতি লিটার এবং ডিজেলে ৪ টাকা প্রতি লিটার কৃষি সেস বসানোর প্রস্তাব রেখেছেন। কৃষি সেস বসলেও পেট্রল-ডিজেলের দাম বাড়বে না, আশ্বাস দিয়েছিলেন অর্থমন্ত্রী।

 LPG Cylinder
  • 6/7

কিন্তু বৃহস্পতিবার নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছল জ্বালানির দাম। পেট্রোলের দাম লিটারপ্রতি ৩২ পয়সা বেড়ে হয়েছে  ৮৮.০১ টাকা।অন্যদিকে, ডিজেলের দাম ৩৩ পয়সা বেড়ে হয়েছে  ৮০.৪১ পয়সা। জ্বালানির দাম বাড়া মানেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। অর্থাৎ সরাসরি হেঁসেলে ধাক্কা।

 LPG Cylinder
  • 7/7

এদিকে দেশে পেট্রোল-ডিজেলের পর এবার কেরোসিনের দামও বৃদ্ধি পেতে চলেছে। সাবসিডি বা ভর্তুকি উঠিয়ে নেওয়া হচ্ছে এবার কেরোসিনের উপর থেকেও। তবে রাতারাতি নয়, অল্প অল্প করে দাম বাড়াতে বাড়াতে পুরোপুরি ভর্তুকি উঠিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে ।  কয়েক বছর আগে ধাপে ধাপে দাম বাড়িয়ে পেট্রল-ডিজেলের উপর থেকে যেমন পুরোপুরি ভর্তুকি তুলে নেওয়া হয়েছিল, ঠিক সেই একইভাবে কেরোসিন থেকেও ভর্তুকি তুলে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

Advertisement