scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

Miss World 2021: মিস ওয়ার্ল্ড হতে গিয়ে লক্ষ্যচ্যুত Miss India মনসা বারাণসী, কোথায় হলো ভুল?

মিস ইন্ডিয়া মনসা বারাণসী
  • 1/8

মিস ওয়ার্ল্ড ২০২১ এর উইনার পাওয়া গিয়েছে। পোল্যান্ডের ক্যারোলিনা বিয়েলাওস্কা ৭০ তম মিস ওয়ার্ল্ড খেতাব জিতে গিয়েছেন। এই প্যাজেন্টে ভারতের মনসা বারাণসী অংশ নিয়েছিলেন। যদিও তিনি জিততে পারেননি। মিস ওয়ার্ল্ড ৭০ তম এডিশনে মনসা উইনার হতে পারেননি। কিন্তু তিনি ফাইনালিস্টের মধ্যে ছিলেন। তাহলে শেষ পর্যন্ত তিনি কেন জিততে পারলেন না?

মিস ইন্ডিয়া মনসা বারাণসী
  • 2/8

মনসা বারাণসীর সঙ্গে সমস্ত কনটেস্টের জন্য মিস ওয়ার্ল্ড ২০২১ এ সফর অত্যন্ত কঠিন ছিল। বহু লোক ভাইরাসে সংক্রমিত হয়ে গিয়েছিলেন এবং মিস ওয়ার্ল্ডের স্টেজে যেতে সমস্যায় পড়েছিলেন। কিন্তু মনসা বারাণসীর এই সফর বেশি লম্বা চলতে পারে নি।

মিস ইন্ডিয়া মনসা বারাণসী
  • 3/8

মনসা বারাণসীর জন্য এই প্যাজেন্ট শুরু থেকেই ভালো ছিল। তিনি এই প্যাজেন্ট এ আলাদা আলাদা অংশে ভাগ নিয়েছিলেন। প্যাজেন্টের ৪০ সুন্দরীর মধ্যে তিনি অংশ নেন। এর মধ্যে মনসা মনসা টপ ১৩ তে নিজের জায়গা তৈরি করে নেন। যদিও তিনি এর আগে যেতে পারেননি।

Advertisement
মিস ইন্ডিয়া মনসা বারাণসী
  • 4/8

মিস ওয়ার্ল্ড ২০২১ এ মনসা বারাণসী ভারতের ঝান্ডা হাতে নিয়ে তৈরি হয়ে গিয়েছিলেন। কিন্তু তিনি সুযোগ বুঝে ছক্কা মারতে পারেননি। তাঁকে খালি হাতে ঘরে ফিরতে হয়। ১৬ মার্চ ২০২১ এর বিজেতা ঘোষণা হয়েছে। এর মধ্যে পোল্যান্ডের ক্যারোলিনা বিয়েলাওস্কা জিতে গিয়েছেন। সেখানে ইন্দো-আমেরিকান কন্টেস্ট্যান্ট  দ্বিতীয় স্থান হয়েছে পেয়েছেন। শ্রী আমেরিকার তরফ থেকে কমপিটিশনে অংশ নিয়েছিলেন।

মিস ইন্ডিয়া মনসা বারাণসী
  • 5/8

২০২০ তে মনসা বারাণসীতে ফেমিনা মিস ইন্ডিয়া জিতেছিলেন। তিনি মডেল হওয়ার সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ারও। মনসা বারাণসী। তিনি হায়দ্রাবাদের বাসিন্দা এবং তার পিতার নাম রবি শংকর এবং মা শৈলজা।

মিস ইন্ডিয়া মনসা বারাণসী
  • 6/8

মনসা কম বয়সেই মালয়েশিয়া শিফট হয়ে যান। এর কারণ তিনি বাবার কাজের সূত্রে সেখানে চলে যান। তিনি গ্লোবাল ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন এবং তারপর ভারত ফিরে তিনি নিজের ইন্টারমিডিয়েটের পড়াশোনা শেষ করেন।

মিস ইন্ডিয়া মনসা বারাণসী
  • 7/8

মনসা হায়দ্রাবাদে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে কম্পিউটার সায়েন্স এ পড়াশোনা করেন এবং সেখানে তিনি হায়দ্রাবাদস্থিত কোম্পানি ফিনান্সিয়াল ইনফর্মেশন এক্সচেঞ্জ অ্যানালিস্টের হিসেবে কাজ শুরু করেন। এর মাঝখানে তিনি মিউজিক ডান্স এবং যোগাতে মনোযোগ দেন।

Advertisement
মিস ইন্ডিয়া মনসা বারাণসী
  • 8/8

কলেজের সময় মনসা মিস ফ্রেশার এর খেতাব জিতেছিলেন। এরপর মনসা ফেমিনা মিস ইন্ডিয়া ২০২০তে অংশ নেন এবং জয় হাসিল করেন। মনসা ভারতে চাইল্ড প্রটেকশন আইনকে শক্তিশালী তৈরি করার জন্য কাজ করছিলেন। সঙ্গে তিনি একটি সংস্থা ও শুরু করেছেন।

Advertisement