দোলযাত্রা, বসন্ত উৎসব, হোলি ইত্যাদি নানা নাম ও পালনের রীতি থাকলেও উৎসবের আমেজ কিন্তু প্রায় একই রকম। রঙের উৎসবে কম বেশি সামিল হন সকলেই। এবার দোল উৎসব পালিত হবে ১৮ মার্চ।
শুধু বাঙালি নয়, ভারতবর্ষের বেশির ভাগ স্থানেই রঙের উৎসব পালন করা হয় মহা সমারোহে। অনেক উৎসবের মধ্যে সকলের পছন্দের তালিকায় প্রথমের দিকেই থাকে দোল (Dol Yatra) বা হোলি (Holi)। সোশ্যাল মাধ্যমে সকলের সঙ্গে শেয়ার করুন এই উইশ বার্তাগুলি।
লাল, নীল, হলুদ আবিরের রঙে জীবনের প্রতিটা অধ্যায় হয়ে উঠুক রঙিন। সকলকে জানাই বসন্ত উৎসবের শুভেচ্ছা!
মধুর মুহূর্ত এবং স্মৃতি দিয়ে ভরা এই দোলেতে অপনাকে এবং অপনার পরিবারের সকল সদস্যকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা।
রামধনুর মতো রঙিন হয়ে উঠুক তোমার জীবন, নানা রঙ মিলে-মিশে ভরে উঠুক জীবনের ক্যানভাস! শুভ দোলযাত্রা..