scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

Mosquito Prevention In Home : রাজ্যে আতঙ্ক বাড়িয়েছে ডেঙ্গি, রইল মশা প্রতিরোধের ঘরোয়া উপায়

প্রতীকী ছবি
  • 1/7

মশার সমস্যা প্রায় প্রত্যেক ঋতুতেই থাকে। তাছাড়া বর্তমানে তো রাজ্যজুড়ে ডেঙ্গির (Dengue) আতঙ্ক রয়েইছে। ইতিমধ্যেই রাজ্য়ে ডেঙ্গিতে অনেকের মৃত্যু হয়েছে। পাশাপাশি ডেঙ্গিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আরও অনেকে। 

প্রতীকী ছবি
  • 2/7

এই পরিস্থিতিতে মশার কামড় থেকে বাঁচতে অনেকেই বিভিন্ন উপায় অবলম্বন করছেন। ব্যবহার করছেন মশা মারার কয়েল বা রিফিল। 

প্রতীকী ছবি
  • 3/7

তবে কিছু ঘরোয়া উপায়েও মশার কামড় থেকে বাঁচা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক

আরও পড়ুন - হোটেলে শারীরিক সম্পর্কের পর ৩ যৌনকর্মীকে খুন সিরিয়াল কিলারের

Advertisement
প্রতীকী ছবি
  • 4/7

১. মশাকে দূরে রাখতে বেড রুমের দরজা বন্ধ করে কর্পূর জ্বালিয়ে রাখুন। দেখবেন আধঘণ্টার মধ্যে মশা চলে গেছে। এছাড়া পুরো ঘরে কর্পূরের জলও ছিটিয়ে দিতে পারেন। তার গন্ধেও পালাবে মশা।

প্রতীকী ছবি
  • 5/7

২. মশা তাড়াতে পুদিনার গন্ধও ব্যবহার করতে পারেন। মশার তাড়াতে ঘরে পুদিনা তেল ছিটিয়ে দিন। দেখবেন কিছুক্ষণের মধ্যেই মশা পালিয়ে গেছে। তবে মনে রাখবেন ঘরের প্রতিটি কোণায় এই তেল ছেটাতে হবে।

প্রতীকী ছবি
  • 6/7

৩. ঘরে রোজমেরি, গাঁদা এবং পুদিনার গাছ লাগাতে পারেন। এগুলি মশাকে প্রতিরোধ করে। সেক্ষেত্রে বাড়িতে বড় জায়গা না থাকলে টবেও এই গাছগুলি লাগিয়ে বাড়ির বিভিন্ন জায়গায় রেখে দিন। কয়েকদিনের মধ্যেই ফল দেখতে পাবেন।

প্রতীকী ছবি
  • 7/7

৪. লেবু ও লবঙ্গের গন্ধেও ঘরে মশা আসে না। এছাড়া রসুন সিদ্ধ করে সেই জলও ঘরে ছিটিয়ে দিতে পারেন। তাতেও পালাবে মশা। কারণ এতে থাকা সালফার মশারা একেবারেই পছন্দ করে না।
 

Advertisement