দার্জিলিং - বছরের যে কোনও সময়েই অনায়াসে যাওয়া যায় দর্জিলিং। কুয়াশা, পাহাড়, কাঞ্চনজঙ্ঘা, টয়ট্রেন, চা-বাগান সব মিলিয়ে একটা রোম্যান্টিক পরিবেশ। পাহাড়ি রাস্তার ধারে গরম গরম মোমো, স্যুপ তো আছেই। তাছাড়া ইংলিশ ব্রেকফাস্ট করতে চলে যেতে পারেন গ্লেনারিজ, কেভেন্টার্সের মত রেস্তোরাঁতেও। টাইগার হিল, বাতাসিয়া লুপ, রক গার্ডেন, পিস পাগোডা, জুওলজিক্যাল পার্ক তো রয়েছেই, রয়েছে বেশ কিছু মনেস্ট্রিও। (Credit: Getty Images)
শিলং - কয়েকটা দিন একান্তে কাটাতে পার্বত্য এই শহরের জুড়ি মেলা ভার। উত্তর-পূর্বের এমন প্রাকৃতিক সৌন্দর্য বড় মনোরম। এলিফেন্ট ফলস, শিলং পিক, উমিয়াম লেক এমন অনেক কিছুই দেখার আছে। একটু সময় থাকলে চেরাপুঞ্জি, মঙলাং , ডাউকি লেকও ঘুরে নিতে পারেন। যদিও এই সময়টায় বেশ ঠান্ডা শিলংয়ে। শিলং ঘোরার সবচেয়ে ভাল সময় জুন থেকে সেপ্টেম্বর। (Credit: Getty Images)
মুসৌরি - হানিমুন ডেস্টিনেশন হিসেবে বেশ জনপ্রিয় মুসৌরি। পাশাপাশি ভ্রমণপিপাসুদের কাছেও জনপ্রিয়। এখানে নাকি একবারে মন ভরে না, বার বার ঘুরতে যেতে ইচ্ছা জাগে। কুরলি বাজার, লাইব্রেরি পয়েন্ট, ঝারিপানি ফলস ঘুরে দেখুন মন ভরে। ঘন কুয়াশায় হারিয়ে যাওয়া উপভোগ করুন। (Credit: Getty Images)
মাউন্ট আবু - পাহাড়ের সঙ্গে ওয়াইল্ডলাইফ যুগলবন্দি দেখতে চলে যেতে পারেন মাউন্ট আবু। হানিমুনে উড়ে যেতে পারেন আরাবল্লি পর্বতের দক্ষিণ-পশ্চিমে রাজস্থানে অবস্থিত মাউন্ট আবুতে। ইতিহাস, অ্যাডভেঞ্চারের মজা নিতে মাউন্ট আবু হল আদর্শ স্থান। (Credit: Getty Images)
খান্ডালা - মহারাষ্ট্রের পাহাড়ি শহর খান্ডালা। শুটিং স্পট হিসেবে থান্ডালা বেশ পরিচিত। বেশ কিছু সিনেমার শুটিং হয়েছে এখানে। মুম্বই আর পুনে থেকে খুবই কাছে খান্ডালা। খান্ডালায় গিয়ে অবশ্যই দেখবেন রাজমাচি ফোর্ট, ভিসাপুর ফোর্ট, লোনাভালা লেক-সহ আরও একাধিক স্পট। (Credit: Getty Images)