scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

National Nutrition Week 2021 : এইগুলো খান, নিমেষে দূর হবে ঘাড়-কোমর-হাত ও পায়ের ব্যথা

ইগুলো খান, নিমেষে দূর হবে ঘাড়-কোমর-হাত ও পায়ের ব্যথা
  • 1/9

কোমরে, হাতের মাংস পেশি, ঘাড়ে, পায়ে ব্যথা? অনেকেই দিনভর ব্যথার সমস্যায় ভুগতে হয়। আসলে ভিটামিন D-এর অভাবে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হয়। আর এই ব্যথা বাড়তে শুরু করলে শরীরে একাধিক রোগও বাসা বাঁধতে পারে। তাই ব্যথা হলে সচেতন থাকতে হবে। 

এইগুলো খান, নিমেষে দূর হবে ঘাড়-কোমর-হাত ও পায়ের ব্যথা
  • 2/9

অনেকেই ব্যথা ফেলে রাখেন আবার কেউ কেউ ডাক্তারও দেখান। তবে বাড়িতেই বেশ কিছু খাবার খেলে এই ব্যথা থেকে মুক্তি পাবেন। এই খাবারগুলি আসলে ভিটামিন D-র ঘাটতি দূর করে। 

এইগুলো খান, নিমেষে দূর হবে ঘাড়-কোমর-হাত ও পায়ের ব্যথা
  • 3/9

মাশরুম : মাশরুমকেও ভিটামিন D-র অন্যতম উৎস। শুধু ব্যথা সারায় না। শরীরের আরও অনেক কাজ করে এই মাশরুম। 
 

Advertisement
এইগুলো খান, নিমেষে দূর হবে ঘাড়-কোমর-হাত ও পায়ের ব্যথা
  • 4/9

বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, ভিটামিন ডি যেসব খাবারে বেশি পরিমাণে থাকে সেই খাবারগুলি আবার ডায়াবেটিস প্রতিরোধেও সাহায্য করে। সেজন্য ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খান। 

এইগুলো খান, নিমেষে দূর হবে ঘাড়-কোমর-হাত ও পায়ের ব্যথা
  • 5/9

পনির : পনিরে থাকে ভিটামিন ডি ও ক্যালসিয়াম। এছাড়াও সোয়াবিন বড়িও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার। 
 

এইগুলো খান, নিমেষে দূর হবে ঘাড়-কোমর-হাত ও পায়ের ব্যথা
  • 6/9

পালং শাক : পালং শাকে থাকে প্রোটিন ও ভিটামিন ডি

ইগুলো খান, নিমেষে দূর হবে ঘাড়-কোমর-হাত ও পায়ের ব্যথা
  • 7/9

ডিম : ডিমের মধ্যে থাকে ভিটামিন ডি। তাই হাতে পায়ে ব্যথা হলে মেনুতে ডিম রাখুন। 

Advertisement
এইগুলো খান, নিমেষে দূর হবে ঘাড়-কোমর-হাত ও পায়ের ব্যথা
  • 8/9

দই : দইয়ের মধ্যে প্রায় ৮৫ শতাংশ জল থাকে। তাই এটি হজমে সাহায্য করে। আবার ভিটামিন D-ও থাকে দইয়ে। 

এইগুলো খান, নিমেষে দূর হবে ঘাড়-কোমর-হাত ও পায়ের ব্যথা
  • 9/9

দুধ : বাচ্চাদের দুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। এর অন্যতম কারণ হল এতে থাকে ভিটামিন ডি। যা হাড়কে মজবুত করে।

Advertisement