scorecardresearch
 
লাইফস্টাইল

Relationship : বর নয়, হোটেল বয়ের সঙ্গে সেক্স মহিলার; জানুন হানিমুনের বিবিধ 'কিস্সা '

হানিমুন
  • 1/7

বিয়ের পর কমবেশি সব দম্পতিই হানিমুনে যান। হানিমুনে তাঁদের অভিজ্ঞতাও ভালোই হয়। কিন্তু, কোনও কোনও ক্ষেত্রে এমন হয় যে, গোটা হানিমুনটাই নির্দিষ্ট কোনও কারণে মাটি হয়ে যায়। Whisper নামে একটি অ্যাপে এরকমই কিছু হানিমুনের অভিজ্ঞতা শেয়ার করেছেন কেউ কেউ।

হানিমুন
  • 2/7

কী রকম সেই সব অভিজ্ঞতা? একজন মহিলা যেমন নিজের অভিজ্ঞতা শেয়ার করে লিখেছেন, 'আমি অসুস্থ হয়ে পড়ায় হানিমুন একদম ভালো কাটেনি। প্রথমে আমি অসুস্থ হই। তারপর দিন আমি ঠিক হয়ে গেলেও স্বামী অসুস্থ হয়ে পড়ে। আমরা মাত্র একবার সেক্স করতে পেরেছিলাম।' 

হানিমুন
  • 3/7

আর এক মহিলা লিখেছেন, 'আমাদের হানিমুনে শ্বশুর-শাশুড়িও গিয়েছিলেন। সেই কারণে, আমি স্বামীর সঙ্গে সেভাবে মেলামেশাও করতে পারিনি। পরে আমাদের সম্পর্ক ভেঙে যায়।' 
 

হানিমুন
  • 4/7

আর এক মহিলা জানান, 'আমি হানিমুনে গিয়ে বরের সঙ্গে প্রতারণা করেছিলাম। আমরা একটা হোটেলে ছিলাম। সেই হোটেলের এক ওয়েটারকে আমার ভালো লেগে যায়। যখন আমার বর বাইরে যাচ্ছিল, তখনই আমি তার সঙ্গে সময় কাটাচ্ছিলাম। একবার তো দুজনে স্নানও করছিলাম। বর যদিও সেই সব কিছুই জানতে পারেনি।' 
 

হানিমুন
  • 5/7

পুরুষরাও তাঁদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। একজন যেমন লিখেছেন, 'আমাদের প্রেম করে বিয়ে। অনেকদিন প্রেম করলেও সেক্স করিনি। ভেবেছিলাম হানিমুনে গিয়ে মিলিত হব। কিন্তু, হানিমুনে আমরা কিছুই করতে পারিনি। আজও বিশ্বাস হয় না যে, আমরা বিবাহিত।' 

হানিমুন
  • 6/7

আবার একজন জানিয়েছেন, তাঁর চাকরি খোয়া যায় বিয়ের পর। কারণ, গোটা অফিসে রটে গিয়েছিল তিনি নাকি সমকামী। আর সেই জন্য তাঁর হানিমুন মোটেও ভালো কাটেনি। 
 

হানিমুন
  • 7/7

আবার আর একজন পুরুষ অভিজ্ঞতা লিখেছেন, 'আমার অভিজ্ঞতা আরও ভয়াবহ। আমার সঙ্গেব স্ত্রীর সম্পর্ক তলানিতে এসে ঠেকেছিল। আমরা বিচ্ছেদের সিদ্ধান্ত নিই। বিচ্ছেদ হয়েও যেত। কিন্তু, তার আগেই আমার স্ত্রী অন্য একজনের সঙ্গে হানিমুনে চলে যায়।'