scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

OmniFibr: এই পোশাক পরলেই কমবে শ্বাসকষ্ট, মিটবে অক্সিজেনের ঘাটতিও! জানুন

এই পোশাক পরলেই কমবে শ্বাসকষ্ট, মিটবে অক্সিজেনের ঘাটতিও! জানুন
  • 1/7

 

 

এই পোশাক পরলেই কমবে শ্বাসকষ্ট, মিটবে অক্সিজেনের ঘাটতিও! জানুন
  • 2/7

শরীরে অক্সিজেনের সমস্যা হয় অনেকের। থাকে শ্বাসকষ্টের রোগও। কিন্ত এমন পোশাকও রয়েছে। যা পরলে অক্সিজেনের সমস্যা হবে না। সেই পোশাকই প্রয়োজন ও চাহিদা মতো শরীরের বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে। 

এই পোশাক পরলেই কমবে শ্বাসকষ্ট, মিটবে অক্সিজেনের ঘাটতিও! জানুন
  • 3/7

এই পোশাকের গঠনই এমন যে অক্সিজেন সহজেই পৌঁছে দিতে পারবে। সেইভাবেই তৈরি করা হয়েছে। যাতে শরীরে অক্সিজেনের কোনও ঘাটতি না হয়। 
 

Advertisement
এই পোশাক পরলেই কমবে শ্বাসকষ্ট, মিটবে অক্সিজেনের ঘাটতিও! জানুন
  • 4/7

Massachusetts Institute of Technology- এই টোকনোলজি বানিয়েছে। তারপর বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে তা দিয়ে পোশাক করা হয়েছে। 

এই পোশাক পরলেই কমবে শ্বাসকষ্ট, মিটবে অক্সিজেনের ঘাটতিও! জানুন
  • 5/7

Omnifiber- নাম রাখা হয়েছে এই পোশাকের। এর মধ্যে অনেক ছিদ্র রয়েছে। অনেকটা উলের সোয়েটারের মতো। এর ভিতরেই থাকবে সেন্সর। তার মাধ্যমেই জানা যাবে কতটা অক্সিজেন পৌঁছনো দরকার। 

এই পোশাক পরলেই কমবে শ্বাসকষ্ট, মিটবে অক্সিজেনের ঘাটতিও! জানুন
  • 6/7

কীভাবে এই পোশাক কাজ করবে তার বিস্তারিত ব্যাখাও করা হয়েছে কোম্পানির তরফে। তা নিয়ে একটি টুইটও করা হয়েছে। কোম্পানির তরফে জানানো হয়েছে, এই পোশাক খুব পাতলা। যে কোনও বয়সের, ওজনের মানুষ তা ব্যবহার করতে পারেন। 

এই পোশাক পরলেই কমবে শ্বাসকষ্ট, মিটবে অক্সিজেনের ঘাটতিও! জানুন
  • 7/7

ওই কোম্পানির তরফে জানানো হয়েছে, পরীক্ষার জন্য তারা বেশ কয়েকজন গায়ককে এই পোশাক পরতে দিয়েছিলেন। তাঁরা এটা .পরে বেশ প্রশংসা করেন। তবে এই পোশাকের দাম কত তা এখনও জানা যায়নি। অনলাইনেও কেনা যাচ্ছে এই পোশাক। 
 

Advertisement