scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

Houseboat In Chilika Lake : এবার চিলিকা হ্রদেও হাউসবোট, সঙ্গে পছন্দসই প্যাকেজ, কেমন ব্যবস্থা?

প্রতীকী ছবি
  • 1/7

ওড়িশার পুরী (Orissa Puri) বাঙালি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় একটি পর্যটনস্থল। আর পুরী মানেই সঙ্গে চিলিকা হ্রদ (Chilika Lake) ভ্রমণ মাস্ট। এবার সেই চিলকাতেই পর্যটকদের জন্য নতুন আকর্ষণ। (সমস্ত ছবি প্রতীকী)

প্রতীকী ছবি
  • 2/7

এবার থেকে নদী পর্যটনে গুরুত্ব দিচ্ছে ওড়িশা সরকার। সেই মতো চিলিকাতে বিলাসবহুল হাউসবোটের পরিকল্পনা করা হচ্ছে, যার নাম 'গরুড়'। 

প্রতীকী ছবি
  • 3/7

সম্প্রতি মুম্বইতে আয়োজিত ক্রুজ কনফারেন্সে ওড়িশার নদী পর্যটন নিয়ে বিস্তারিত বিবরণ দিয়েছেন সেরাজ্যের পর্যটন দফতরের এক আধিকারিক। 

আরও পড়ুনআরও ক'দিন বৃষ্টি চলবে রাজ্যে? জানাল হাওয়া অফিস

Advertisement
প্রতীকী ছবি
  • 4/7

জানা গিয়েছে ওড়িশার বারকুলে তৈরি হচ্ছে বিলাসবহুল এই ক্রুজ। তাতে থাকবে পাঁচতারা হোটেলের মতো সমস্ত সুযোগসুবিধা। 

প্রতীকী ছবি
  • 5/7

আর শুধু হাইসবোটে থাকা খাওয়াই নয়, পছন্দসই প্যাকেজও নিতে পারবেন পর্যটকরা। তালিকায় সংযোজন করা যাবে ভিতরকণিকা বা গহিরমাথার মতো পর্যটনস্থলগুলি।

প্রতীকী ছবি
  • 6/7

জানা গিয়েছে বিলাসবহুল এই ক্রুজে থাকবে ২টি স্যুইট, ৪টি প্রিমিয়াম রুম, বার, রেস্তোরাঁ এবং ওপেন লবি। 

প্রতীকী ছবি
  • 7/7

আপাতত ২টি হাইসবোট নামানো হবে বলে জানা যাচ্ছে, যার প্রতিটিতে একসঙ্গে থাকতে পারবেন ৪০ জন পর্যটক। বিলাসবহুল এই হাউসবোটগুলি বানাতে ৩ কোটি টাকারও বেশি খরচ হচ্ছে বলে জানা যাচ্ছে। 

Advertisement