যদি আপনার মনে হয়, আপনার পার্টনারের যৌন মিলনে অনীহা দেখা যাচ্ছে, বা আপনার সেক্স লাইফ খারাপ হয়ে যাচ্ছে, তার একাধিক কারণ থাকতে পারে। আপনি কি জানেন, আপনি কোন সময়ে সেক্স করেন?
এরও প্রভাব আপনার সেক্স লাইফে পড়তে পারে। হেল্থ এক্সপার্টরা জানাচ্ছেন, ঠিক কোন সময় সেক্স করার জন্য ভাল নয়, কোন সময় শারীরিক মিলন থেকে দূরে থাকা উচিত।
বেশির ভাগ কাপল, রাতে সেক্স করাই স্রেয় মনে করেন। কিন্তু আদরের এই সময়টা আপনার কাছে খারাপও হতে পারে।
মনোবিজ্ঞানের প্রত্রিকা ফ্রন্টিয়ার্স ইন ২০১৮ সালে একটি স্টাডিতে পাওয়া গিয়েছে, পুরুষ ও মহিলার যৌন খিদে বা ইচ্ছের সময় পৃথক হয়।
এই স্টাডি অনুসারে, মহিলাদের যৌন ইচ্ছে সন্ধের সময় সবচেয়ে বেশি হয়। পুরুষদের যৌন ইচ্ছে সকালে বা ভোরের দিকে সবচেয়ে বেশি থাকে। এই স্টাডি আরও জানাচ্ছে, বেশির ভাগ দম্পতি রাত ৯টা থেকে আরও গভীর রাতে যৌনতায় লিপ্ত হন।
স্টাডি বলছে, যে দম্পতিরা নিজেদের রুটিনকে মাথায় রেখে যৌনমিলনে লিপ্ত হন, তাঁরাই যৌন জীবনে বেশি সন্তুষ্ট থাকেন।
'দ্য পাওয়ার অফ মেন' বইয়ের লেখক মাইকেল ব্রুস জানাচ্ছেন, বেড টাইমের সময় সেক্স করা খারাপ নয়, কিন্তু সমস্যা হল, ওই সময় সারা দিনের ক্লান্তি চেপে ধরে। ওই সময় আপনার শরীরের স্রেফ ঘুম দরকার। সেক্সুয়াল অ্যাক্টিভিটির এনার্জি থাকে না।