scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

PHOTOS: লাফিং গ্যাস ডিপ্রেসনের ওষুধ! বলছে মার্কিন গবেষণা

লাফিং গ্যাস
  • 1/6

লাফিং গ্যাসের ব্যবহারে অনেকে খুব হাসেন। কিন্তু, আপনি কি জানেন যে, এই গ্যাস আপনার Depression ও  কমিয়ে দেয়। সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য সামনে এসেছে। গবেষকরা জানিয়েছেন, ডিপ্রেসেড রোগীদের মধ্যে লাফিং গ্যাস প্রয়োগ ভালো ফল দিয়েছে। 

লাফিং গ্যাস
  • 2/6

একথা অনেকেরই জানা, নাইট্রেস অক্সাইডের সামান্য ডোজ মানুষকে হাসাতে পারে। আবার শারীরিক যন্ত্রণা থেকেও মুক্তি দেয়।

লাফিং গ্যাস
  • 3/6

এবার জানুন কীভাবে ডিপ্রেসেন কমায় লাফিং গ্যাস। Washington University School of Medicine-এর গবেষকরা জানিয়েছেন আমাদের শরীরে N-methyl-D-aspartate নামের কোষ থাকে। লাফিং গ্যাস ব্যবহারের ফলে সেই কোষগুলি ব্লক হয়ে যায়। যা ডিপ্রেসন কমাতে সাহায্য করে।

Advertisement
লাফিং গ্যাস
  • 4/6

গবেষকরা  জানিয়েছেন, NMDA কীভাবে মুড বদলায়, তা নিয়ে এখনও গবেষণা চলছে। তবে লাফিং গ্যাস কাজ করছে। ডিপ্রেসন কমাচ্ছে। 

লাফিং গ্যাস
  • 5/6

অ্যান্টিডিপ্রেসেনের ওষুধ যারা খান, তাদের জন্য লাফিং গ্যাস কার্যকরী বলেও দাবি করছেন গবেষকরা। মোট ২৪ জন ডিপ্রেসেনের রোগীকর উপর এর পরীক্ষাও করানো হয়। 

লাফিং গ্যাস
  • 6/6

গবেষকরা জানিয়েছেন, মাত্র এক সপ্তাহের মধ্যে ডিপ্রেসেড রোগীরা যাদের উপর লাফিং গ্যাস ব্যবহার করা হয়েছিল, তারা সুফল পান। 

Advertisement