Advertisement
লাইফস্টাইল

Sindoor Making: বাজারজাত সিঁদুরের রাসায়নিকে চুলের ক্ষতি! এভাবে বাড়িতেই বানিয়ে নিন

Sindoor
  • 1/9

 সনাতন ধর্মে সিঁদুরের বিশেষ গুরুত্ব রয়েছে। এটি ছাড়া সনাতন ধর্মে কোনও শুভ কাজ বা পুজো সম্পূর্ণ হয় না। এটি ছাড়া হিন্দু ধর্মে কোনও শুভ কাজ বা পুজো সম্পূর্ণ হয় না। 

Sindoor
  • 2/9

দেবতাদের অলংকরণে সিঁদুর ব্যবহার করা হয়। বিবাহিত মহিলারাও সিঁদুর পরেন। পুরাণ ও বাস্তু মতে বিশ্বাস করা হয়, মহিলারা যেভাবে সিঁদুর লাগান তা সরাসরি তাদের স্বামীর জীবনকে প্রভাবিত করে। 

Sindoor
  • 3/9

বেশীরভাগ মহিলা বাজার থেকে কেনা সিঁদুর ব্যবহার করেন, যা রাসায়নিক দিয়ে তৈরি। রাসায়নিক দিয়ে তৈরি এই সিঁদুর ব্যবহারের ফলে চুল পড়ে যাওয়া, চুলকানি সহ একাধিক সমস্যা হয়।

Advertisement
Sindoor
  • 4/9

এই ধরণের মাথার ত্বকের সংক্রমণের কারণে চুল ভেঙে যাওয়া, চুলকানি এবং আরও অনেক সমস্যা দেখা দেয়। ফলে সিঁথিতে সিঁদুর পরা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। 

Sindoor
  • 5/9

আপনি যদি এই সমস্যায় থাকেন, তাহলে জেনে নিন বাড়িতে প্রাকৃতিক সিঁদুর তৈরির পদ্ধতি।

Sindoor
  • 6/9

এই সিঁদুর ব্যবহার করলে আপনার কোনও ধরণের সংক্রমণ হবে না এবং এটি খুব সহজেই তৈরি করা সম্ভব।
 

Sindoor
  • 7/9

বাড়িতে সিঁদুর তৈরি করতে এক বাটি হলুদ, এক চা চামচ লেবুর রস, এক চা চামচ ঘি, এক চিমটি চুনের গুঁড়ো এবং এক চা চামচ গোলাপ জল প্রয়োজন।

Advertisement
Sindoor
  • 8/9

এই সব উপকরণ একটি মিক্সার জারে ভরে ভাল করে পিষে নিন। ব্যস,আপনার প্রাকৃতিক সিঁদুর প্রস্তুত। এটি একটি পাত্রে রেখে ব্যবহার করতে পারেন। 
 

Sindoor
  • 9/9

 উপরের প্রতিবেদন সাধারণ তথ্য। এটি প্রয়োগ করার আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

Advertisement