scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

PHOTOS: প্রমোদ তরীতে নগ্ন ফটোশুট, বিতর্কে ৬ সুন্দরী মডেল

ন্যুড
  • 1/8

দিন কতক আগে দুবাইয়ে একটি ব্যালকনিতে ন্যুড ফটোশুট করে বিতর্কে জড়িয়েছিলেন প্রায় ১২ জন মডেল। এ বার তুরস্কেও প্রায় একই ছবি ধরা পড়ল। মুসলিমদের পবিত্র রমজান মাসে লাক্সারি বোটে ন্যুড ফটোশুট করে ফের বিতর্কে ৬ মডেল। ঘটনা সামনে আসার পর যথেষ্ট জনরোষ তৈরি হয়েছে তুরস্কে।

ন্যুড
  • 2/8

তুরস্কে করোনার কারণে সম্পূর্ণ লকডাউন চলছে। তবে বিদেশি পর্যটকরা করোনা মুক্ত হওয়ার সার্টিফিকেট দেখালে তাঁরা ভ্রমণ করতে পারেন।

ন্যুড
  • 3/8

এই পরিস্থিতির মধ্যেই বোটে ফটোশুট করার সিদ্ধান্ত নেন ওই মডেলরা। দুবাইয়ের বিতর্কের পর সেই ঘটনা ফলাও করে সংবাদমাধ্যমে লেখা হয়েছিল। তার ফলেই তুরস্কে একই ঘটনার পুনরাবৃত্তি করতে চেয়েছিলেন এঁরা।

Advertisement
ন্যুড
  • 4/8

দুবাই ন্যুড শুটে অংশ নিয়েছিলেন আনাস্তাশিয়া কুশোভা এ প্রসঙ্গে জানান, রাতারাতি খবরের শিরোনামে আসার জন্যেই এ কাজ করেছিলেন ওই মডেলরা। তিনিও বোট ফটোশুটের প্রস্তাব পেয়েছিলেন। তবে তা তিনি গ্রহণ করেননি।

ন্যুড
  • 5/8

স্থানীয় মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে ওই মডেলদের সঙ্গে ২ জন যুবককেও দেখা গিয়েছে।

ন্যুড
  • 6/8

রিপোর্ট অনুযায়ী, ভিডিওতে এঁদের মধ্যে একজন মডেল টপলেস ছিলেন। দুজন মডেল ন্যুড ছিলেন। এঁদের মধ্যে একজনের নাম রুসলানা কোভকোভা। ২১ বছরের তন্বীর নামে বিতর্ক শুরু হওয়ার পর যদিও সেই ছবি তিনি ডিলিট করে দেন।

ন্যুড
  • 7/8

এ ছাড়াও ইউক্রেনের তিনজন মডেল ভেরোনিকা কুর্গন, ডায়ানা পোগোরেলায়া এবং স্নেজহানা-ও বোটে ন্যুড ফটোশুটে অংশ নিয়েছিলেন।

Advertisement
ন্যুড
  • 8/8

জুলিয়া ভেত্রোভা একটি ভিডিও মেসেজে বলেন, 'মুসলিম প্রধান দেশে ন্যুড ফটোশুট করা ভীষণ বিপজ্জনক হতে পারে। দুবাইয়ের ঘটনার পরই বিষয়টি বোঝা গিয়েছে। যদি তুরস্ক বা অন্য কোনও মুসলিম প্রধান দেশে আপনি ন্যুড শুটের জন্য যআন সে ক্ষেত্রে সম্পূর্ণ নিরাপত্তার কথা মাথায় রাখতে হবে। তার সঙ্গে নিজেদের লোকেশনও শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।'

Advertisement