ভ্যাকুম ক্লিনার সোফা পরিষ্কারের খুব ভালো মাধ্যম। যদি আপনার বাড়িতে এই যন্ত্রটি থাকে তবে ব্যবহার করুন। সোফার কোণায় কোণায় নোংরা থাকলেও তা টেনে বের করবে এই যন্ত্র।
ব্রাশ বা পরিষ্কার সুতির কাপড় দিয়েও সোফা পরিষ্কার করা যায়। তবে সেক্ষেত্রে প্রতি সপ্তাহে করলে ভালো। এতে নোংরা জমবে না। ঝকঝকে থাকবে।
লেবু ও শ্যাম্পু দিয়েও সোফা পরিষ্কার করতে পারেন। সেজন্য একটা বাটিতে জল নিতে হবে। তাতে সামান্য লেবুর রস ও শ্যাম্পু মিশিয়ে ফেনা তৈরি করে নিতে হবে। তারপর একটা কাপড় সেই মিশ্রণে ডুবিয়ে তা দিয়ে সোফা পরিষ্কার করতে হবে।
সোফা যদি লেদারের হয় তাহলে লেবু জল ও শ্যাম্পু পরিষ্কার করার ব্যাপারে খুব উপকারী। চামড়ায় আটকে থাকা সব ময়লা দূর হবে। শুধু সোফা কেন বাড়ির অন্য আসবাবপত্রও এভাবে পরিষ্কার করতে পারেন।
লেবু এবং বেকিং সোডাও সোফা পরিষ্কার করতে পারেন। সেজন্য ১ টেবিল চামচ বেকিং সোডা ও অর্ধেক লেবুর রসের সঙ্গে সামান্য জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করতে হবে। তা দিয়ে সোফা পরিষ্কার করতে পারেন।
জল এবং সাদা ভিনিগার মিশিয়ে তা সোফার উপরে অল্প অল্প করে ছড়িয়ে দিন। তারপর একটি মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে ফেলুন। এতে দুর্গন্ধ এবং ব্যাকটেরিয়া দূর হবে।
কাপড়ের সোফা টি ব্যাগ দিয়ে পরিষ্কার করতে পারেন। ব্যবহার করা টি ব্যাগ সোফায় ফেলে রাখুন। তাহলে গন্ধ দূর হবে।
চামড়ার সোফা পরিষ্কার করতে, জলপাই তেল এবং ভিনেগার ব্যবহার করুন। প্রথমে দুটোকে মিশিয়ে সুতির কাপড়ে লাগান। তা দিয়ে সাফ করুন সোফা।
লেবু ও নুনের মিশ্রণে উঠবে সোফার ছিটছিটে কালো দাগ। ওই দাগের উপর কমপক্ষে ১০-১৫ মিনিট আগে মিশ্রণ দিয়ে দিন। তারপর ভালো করে ঘষে মুছে ফেলুন।