Advertisement
পশ্চিমবঙ্গ

Sundarban Boat Licensing: সুন্দরবনে বোট ভাড়ার আগে কী করবেন? নয়া নিয়মে কড়াকড়ি

প্রতিবছর অসংখ্য পর্যটক সুন্দরবন বেড়াতে যান
  • 1/8

প্রতিবছর অসংখ্য পর্যটক সুন্দরবন বেড়াতে যান। তারা বোটে চড়ে চাক্ষুস করেন সুন্দরবনের অপরূপ নদী, ম্যানগ্রোভ, বাঘ, কুমির, পাখি। (সব ছবি সৌজন্যে: শঙ্খ দাস)

কড়াকড়ি করতে চলেছে সুন্দরবন প্রশাসন
  • 2/8

পর্যটকদের সুরক্ষা দিতে বোটের লাইসেন্সিং দেওয়ার বিষয়ে কড়াকড়ি করতে চলেছে সুন্দরবন প্রশাসন। সেই কাজ অনেকটা এগিয়ে গিয়েছে। 

বেসরকারি এজেন্সিকে দায়িত্ব দিচ্ছে বলে খবর
  • 3/8

বোটের স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা পরিষদ একটি বেসরকারি এজেন্সিকে দায়িত্ব দিচ্ছে বলে খবর। সেই কাজ অনেকটা এগিয়ে গিয়েছে।
 

Advertisement
জেলা পরিষদে আবেদন করতে পারবেন বোট মালিকেরা
  • 4/8

এখন থেকে বোটের ফিটনেস সার্টিফিকেট দেখানোর পরই এনওসি-এর জন্য জেলা পরিষদে আবেদন করতে পারবেন বোট মালিকেরা।
 

এনওসি পাওয়ার পরই বোট লাইসেন্সের জন্য সুন্দরবন টাইগার রিজার্ভে আবেদন করা যাবে
  • 5/8

সেই এনওসি পাওয়ার পরই বোট লাইসেন্সের জন্য সুন্দরবন টাইগার রিজার্ভে আবেদন করা যাবে। তার পরই মিলবে এনওসি।
 

সিএফ না থাকলে এনওসি এবং লাইসেন্স মিলবে না
  • 6/8

ও দিকে কোনও বোটের সিএফ না থাকলে এনওসি এবং লাইসেন্স মিলবে না। 

নভেম্বর থেকে নতুন নিয়মে এনওসি দেওয়া শুরু করা হবে
  • 7/8

যতদূর খবর, চলতি বছরের নভেম্বর থেকে নতুন নিয়মে এনওসি দেওয়া শুরু করা হবে। সেই কারণে অক্টোবরের মধ্যে মালিকদের বোট পরীক্ষা করাতে হবে। 

Advertisement
ইঞ্জিন, পরিকাঠামো, বোটের আয়তন ইত্যাদি দেখা হবে
  • 8/8

বোট পরীক্ষা করার সময় ইঞ্জিন, পরিকাঠামো, বোটের আয়তন ইত্যাদি দেখা হবে। কোথাও কোনও খামতি থাকলে আটকে যেতে পারে ফিটনেস সার্টিফিকেট। তাই এখন থেকে অবশ্যই লাইসেন্স দেখেই বোটে উঠুন
 

Advertisement