প্রতিবছর অসংখ্য পর্যটক সুন্দরবন বেড়াতে যান। তারা বোটে চড়ে চাক্ষুস করেন সুন্দরবনের অপরূপ নদী, ম্যানগ্রোভ, বাঘ, কুমির, পাখি। (সব ছবি সৌজন্যে: শঙ্খ দাস)
পর্যটকদের সুরক্ষা দিতে বোটের লাইসেন্সিং দেওয়ার বিষয়ে কড়াকড়ি করতে চলেছে সুন্দরবন প্রশাসন। সেই কাজ অনেকটা এগিয়ে গিয়েছে।
বোটের স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা পরিষদ একটি বেসরকারি এজেন্সিকে দায়িত্ব দিচ্ছে বলে খবর। সেই কাজ অনেকটা এগিয়ে গিয়েছে।
এখন থেকে বোটের ফিটনেস সার্টিফিকেট দেখানোর পরই এনওসি-এর জন্য জেলা পরিষদে আবেদন করতে পারবেন বোট মালিকেরা।
সেই এনওসি পাওয়ার পরই বোট লাইসেন্সের জন্য সুন্দরবন টাইগার রিজার্ভে আবেদন করা যাবে। তার পরই মিলবে এনওসি।
ও দিকে কোনও বোটের সিএফ না থাকলে এনওসি এবং লাইসেন্স মিলবে না।
যতদূর খবর, চলতি বছরের নভেম্বর থেকে নতুন নিয়মে এনওসি দেওয়া শুরু করা হবে। সেই কারণে অক্টোবরের মধ্যে মালিকদের বোট পরীক্ষা করাতে হবে।
বোট পরীক্ষা করার সময় ইঞ্জিন, পরিকাঠামো, বোটের আয়তন ইত্যাদি দেখা হবে। কোথাও কোনও খামতি থাকলে আটকে যেতে পারে ফিটনেস সার্টিফিকেট। তাই এখন থেকে অবশ্যই লাইসেন্স দেখেই বোটে উঠুন