scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

Solo Trip: সোলো ট্রিপে বেরিয়েছেন? এগুলো না মানলে বিপদে পড়তে পারেন

একা ভ্রমণ বা সোলো ট্রিপ
  • 1/10

ব্যস্ত জীবনে নিজেকে একটু সময় দেওয়া খুবই জরুরি। বর্তমান প্রজন্মের কাছে একা ভ্রমণ বা সোলো ট্রিপ এখন দারুণ জনপ্রিয়। সেটা হতে পারে দেশে, হতে পারে দেশের বাইরে। তবে সোলো ট্রাভেলিং এর ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হয়। এগুলোই পূর্বপ্রস্তুতি হিসেবে কাজ করে। সেসব নিয়েই আজকের এই আলোচনা। 
 

ভ্রমণ কৌশল ও পরিবেশ জানা
  • 2/10

একাকি ভ্রমণের ক্ষেত্রে কিভাবে ভ্রমণ করবেন এবং পরিবেশ কেমন হবে তা ভালোমতো জেনে নেওয়া জরুরি। কারণ একা ভ্রমণ করলে নিজেকে সম্পূর্ণভাবে আবদ্ধ করার সুযোগ করে। তাই একটু খোঁজখবর রাখা খুব জরুরি। আপনি ভিন্ন এক ধরনের অভিজ্ঞতাও পাবেন।

ভ্রমণ নিরাপত্তা বুঝুন
  • 3/10

যেখানে যাবেন সেখানে একা গেলেও যেন কোনো বিপদ না হয় সে বিষয়েও বিস্তারিত জানা জরুরি। ভ্রমণ নিরাপত্তার ক্ষেত্রে আপনি যে পর্যটক সে আন্দাজ কাউকে করতে না দেওয়াই ভালো। যেখানে যাচ্ছেন সেখানে খরচাপাতি এবং আশপাশের জায়গা সম্পর্কে আগেই জেনে নিন। 
 

Advertisement
কোথায় থাকবেন?
  • 4/10

ভ্রমণ একা করছেন। কিন্তু দিনশেষে মাথা গোঁজার একটা নিরাপদ জায়গাও তো চাই। সেজন্য হোটেল কোথায় আছে অথবা পরিচিত কেউ আছে কি-না তা জেনে নিন। 

সঠিক পরিচয় দিন
  • 5/10

ভ্রমণের সময় আপনার সঠিক পরিচয় দিন। প্রয়োজনীয় কাগজপত্রও সঙ্গে রাখুন। তাহলে বড় ঝামেলায় পড়বেন না। 

পরিবারকে জানান
  • 6/10

ভ্রমণ করছেন একা তাই পরিবারকে জানান। পরিবারকে জানাতে অসুবিধা থাকলে বন্ধুদের জানান। তবে জানান যে আপনি কোথাও গেছেন। জায়গা সম্পর্কে তথ্য দিন। সবসময় অনলাইনে সংযুক্ত থাকুন। 

নতুন মানুষের সঙ্গে পরিচয় বাড়ান
  • 7/10

ঘুরতে গেলে নতুন মানুষের সঙ্গে সখ্য গড়ুন। আপনি যাচ্ছেন একা। কিন্তু একাই থাকতে হবে তা কিন্তু নয়।

Advertisement
একা ঘুরতে যাওয়া
  • 8/10

ভ্রমণপিপাসুদের মধ্যে ক্রমশই বাড়ছে একেবারে একা ঘুরতে যাওয়া বা ‘সোলো ট্রিপের’ প্রবণতা। কারও মতে এই একক ভ্রমণ স্বাধীনতার উদ্‌যাপন। আবার কারও মতে একক ভ্রমণ মানে নিজের অন্তরের চেতনার সঙ্গে একাত্মতার যাত্রা। তবে একক ভ্রমণে গেলেও সুরক্ষা, খরচ ও যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখেই গন্তব্য ঠিক করা জরুরি।

কাছের কাউকে জানান।
  • 9/10

হোটেলের ঠিকানা, ফোন নম্বর কিংবা গন্তব্যের বিস্তারিত তথ্য কাছের ও পরিবারের মানুষের কাছে দিতে হবে। সব সময় অন্তত একজনকে হলেও ভালো-মন্দ সব খবরাখবর জানাতে হবে।

মূল্যবান জিনিস।
  • 10/10

মূল্যবান গ্যাজেট বা অলংকার ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

Advertisement