Advertisement
লাইফস্টাইল

Spider Remedies: বাড়িতে মাকড়সার উপদ্রব? না মেরে এভাবে সহজে তাড়াবেন

Spider makorsha
  • 1/12

ঘর- বাড়ি পরিষ্কার রাখার ক্ষেত্রে মাকড়সা চিন্তার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। আপাতদৃষ্টিতে এই পতঙ্গকে নিরীহ বলে মনে হলেও, এটি আসলে খুবই ক্ষতিকর। ঘরের ভিতর ছাদের কোণ,দরজার চৌকাঠ, ঘরের কোণা, দুটি দেওয়ালের সংযোগস্থল খুব পছন্দ মাকড়সার। দারুণভাবে সাজানো ঘরের চেহারাও খারাপ করে দিতে পারে মাকড়সার বোনা জাল। 

Spider makorsha
  • 2/12

শরৎকালে মাকড়সা হঠাৎ করে আরও বেড়ে যায়। এই সময়কাল তাদের প্রজনন মরসুম, যা তাদের আরও সক্রিয় করে তোলে। কীটপতঙ্গ বিশেষজ্ঞরা বলছেন যে মাকড়সা অন্ধকার, আর্দ্র এলাকা পছন্দ করে এবং ছোট খোলা জায়গা দিয়ে সহজেই ঘরে প্রবেশ করতে পারে।
 

Spider makorsha
  • 3/12

বাড়িতে মাকড়সার উপদ্রব? যেখানে- সেখানে মাকড়সার বাসা-  জাল? বর্তমানে বাজারজাত বহু কীটনাশক পাওয়া যায়, যা পোকামাকড় দূর করে। তবে যদি আপনি কীটনাশক ব্যবহার করেও মাকড়সার হাত থেকে নিস্তার না পান, তাহলে জানুন কীভাবে সহজে তাড়াবেন মাকড়সা।

Advertisement
Spider makorsha
  • 4/12

একটি ছোট ফাঁকও মাকড়সার প্রবেশপথে পরিণত হতে পারে। অপরিষ্কার স্থান ও ধুলোর কারণে মাকড়সার উৎপাত বাড়ে। বাড়ি- ঘর বা অফিস নিয়মিত পরিষ্কার করলে সহজে মুক্তি পাবেন মাকড়সার ঝঞ্ঝাট থেকে। যেসব জায়গায় মাকড়সা এবং অন্যান্য পোকামাকড়ের উপস্থিতির সম্ভাবনা বেশি, সেসব জায়গাও নিয়মিত পরিষ্কার করা উচিত। পরিষ্কার করলে পোকামাকড়ের চলাচল কমে যায়।  

Spider makorsha
  • 5/12

মাকড়সা এবং তারা যে পোকামাকড় খায় উভয়ই আর্দ্র এলাকায় বৃদ্ধি পায়। অতএব, আর্দ্রতার পরিমাণ কমানোর চেষ্টা করুন। 
 

Spider makorsha
  • 6/12

মাকড়সা এবং অন্যান্য পোকামাকড় কাঠের স্তূপের নিচে লুকিয়ে থাকতে পছন্দ করে। তাই ঘরের ভেতরে নয় বরং বাড়ির উঠনে কাঠ মজুদ করার পরামর্শ দেন।

Spider makorsha
  • 7/12

মাকড়সা তাড়াতে সাইট্রাস জাতীয় ফলের খোসা দারুণ কার্যকরী। যেখানে মাকড়সা বেশি দেখা যায়, সেখানে সাইট্রাস ফল যেমন কমলালেবু বা পাতিলেবুর খোসা ঘষে রাখুন। কিংবা লেবুর রসের সঙ্গে জল মিশিয়ে বোতলে ভরে স্প্রে করুন। দারুণ উপকার মিলবে। কমলালেবুর খোসা সারা রাত ভিনিগারে ডুবিয়ে রাখতে পারেন। সকালে ওই ভিনিগারের সঙ্গে জল মিশিয়ে স্প্রে করুন। মাকড়সা একেবারে পালাবে।

Advertisement
Spider makorsha
  • 8/12

তামাকের গন্ধ মাকড়সা সহ্য করতে পারে না। ঘরের যে স্থানে মাকড়সা বাসা বাঁধে, সেখানে সিগারেট বা বিড়ি ভেঙে ভিতরের তামাক ছড়িয়ে দিন। কিংবা তামাক ভিজিয়েও স্প্রে করতে পারেন। এই টোটকা ম্যাজিকের মতো কাজ করবে। 
 

Spider makorsha
  • 9/12

পুদিনার স্বাদ ও গন্ধ মাকড়সার না পসন্দ। যে স্থানে মাকড়সার উৎপাত বেশি, সেখানে কিছু টাটকা পুদিনা পাতা ছড়িয়ে রাখুন। শুকিয়ে গেলে, আবার টাটকা পাতা রাখবেন। মাকড়সার পায়ে টেস্ট বাড থাকে, ফলে পায়ের সংস্পর্শে পুদিনা আসলেই পালায়।

Spider makorsha
  • 10/12

১ কাপ সাদা ভিনিগার ও ১ কাপ জল ভাল করে মিশিয়ে ঘরের আনাচে-কানাচে স্প্রে করুন। ভিনিগার রয়েছে অ্যাসিটিক অ্যাসিড যার গন্ধে মাকড়সা ঘরের আশপাশেও ঘেঁষবে না।

Spider makorsha
  • 11/12

পিপারমেন্ট তেলের গন্ধ মাকড়সা সহ্য করতে পারে না। এছাড়া রোজ, ল্যাভেন্ডার, টি ট্রি এসেনশিয়াল অয়েল গোটা বাড়িতে ছড়িয়ে দিলে মাকড়সার উত্‍পাত কমবে।

Advertisement
Spider makorsha
  • 12/12

একটি পাত্রে বেকিং পাউডার নিয়ে যে স্থানে মাকড়সার উপদ্রব বেশি, সেখানে ছড়িয়ে দিন। সময়ে সময়ে এটি পরিবর্তন করতে থাকুন। এটি মাকড়সা তাড়াতে খুব ভাল কাজ করে। 

Advertisement