এবার পর্যটনের স্বার্থে নতুন করে নজর দেওয়া হল ভারত ভুটান সীমান্তের জয়গাঁর গৌরিগাঁও ভিউ পয়েন্টে। পাশাপাশি জয়গাঁ শহর সহ ভারত ভুটান সীমান্তের জয়গাঁ এলাকাকে ঢেলে সাঁজাতে প্রথম বৈঠকেই একগুচ্ছ পরিকল্পনা নিলেন জয়গাঁ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা।
খুব সম্প্রতি জয়গাঁরই ভূমিপুত্র গঙ্গাপ্রসাদবাবুকে উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। বৃহস্পতিবারই জয়গাঁতে প্রথম বৈঠক করেন চেয়ারম্যান।
উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা সহ পর্ষদের গুরুত্বপূর্ণ সদস্য মিহির দত্ত, গনেশ মাহালি প্রমুখ। বৃহস্পতিবারের বৈঠক থেকে শুধু পরিকল্পনাই নয়, পাশাপাশি বেশ কিছু কাজের সার্ভে, একাধিক প্রকল্পের ডিপিআর তৈরির কাজ হাতে নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, দলসিংপাড়া ও জয়গাঁ ১ দুটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ৫৫ টি রাস্তা তৈরি করা হবে। জয়গাঁ থেকে সেন্ট্রাল ডুয়ার্সে যাওয়ার রাস্তায় তিনটি সেতু তৈরি করা হবে।
নতুন একটি ট্রাক টার্মিনাসের পরিকল্পনা ছাড়াও, জয়গাঁ বাস টার্মিনাসের সংস্কার করা হবে। পাশাপাশি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য পাইলট প্রজেক্টের কাজ হাতে নেওয়া হচ্ছে।
এছাড়াও তোর্সা নদীর ভাঙন রুখতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা শুরু হবে দ্রুত। এরই সাথে আলিপুরদুয়ার জেলার অন্যতম ভিউ পয়েন্ট জয়গাঁর গৌরিগাঁওতে পাহার চূড়ায় পর্যটনের নতুন পয়েন্ট গড়ে তোলা হবে।
গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, আমরা যাবতীয় কাজ করবো মূলত তিনটি বিষয়কে সামনে রেখে। প্রথমত, ভারত-ভুটান বানিজ্য,পর্যটন,জয়গাঁ এলাকায় যোগাযোগ ব্যবস্থাকে সুন্দর করা।
কোভিভ পরিস্থিতিতে জয়গাঁ এলাকায় বানিজ্যে নেতিবাচক প্রভাব পরেছে। তবে কোভিভ চলে গেলেই ফের ভারত ভুটান বানিজ্য শুরু হবে।স্বাভাবিকভাবেই নতুন একটি ট্রাক টার্মিনাস প্রয়োজন। তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তার সংস্কার প্রয়োজন ছিল। পাশাপাশি গৌরিগাঁও ভিউ পয়েন্টকে আমরা তুলে ধরতে চাই।
উল্লেখ্য,ভারত-ভুটান সীমান্তের একেবারে কাছেই ভারতের অংশে পাহার চূড়ায় গৌরিগাও ভিউ পয়েন্টের অবস্থান।আপাতত একটি লজ সেখানে রয়েছে। দ্রুত টেন্ডার করে লজটির সংস্কার করা হবে।
জানা গিয়েছে, গৌরিগাঁওতে আর কিছু লজ, রিসর্ট নির্মান হতে পারে। যাতাযাতের রাস্তাটির সংস্কার করে দেবে জেডিএ। গৌরিগাঁও থেকে একদিকে ভূটানের ফুন্টশেলিং শহর, ভারতের গোটা জয়গাঁ শহর, এঁকেবেঁকে চলা তোর্সা নদী সহ বহুদূর অবদি প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখা যায়।
পর্যটন মহলের মতে বরাবরই আড়ালে থেকেছে আলিপুরদুয়ার জেলার গৌরিগাঁও ভিউ পয়েন্ট। গৌরিগাঁও থেকে ভারত-ভুটান দুই দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে পারবেন পর্যটকেরা।