scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

স্নানে চাঙ্গা শরীর, ধ্য়ানে মন; নববর্ষে এই ১০ সংকল্পে গড়ুন জীবন

নববর্ষে ১০ সংকল্প
  • 1/11

আরও একটা নতুন বছর। গত বছরের কিছু সংকল্প পূরণ হয়েছে। কিছু হয়নি। এবার নতুন করে সংকল্প করার পালা। কী সংকল্প করবেন? রইল ১০টি পরামর্শ--  

নববর্ষে ১০ সংকল্প
  • 2/11

ইতিবাচক থাকুন। ইতিবাচক ব্যক্তিরা কঠিন সময়েও ঠিক রাস্তা তৈরি করতে পারেন। আর নেতিবাচক ব্যক্তিরা নানা যুক্তি খোঁজেন। ইতিবাচক ব্যক্তি সমস্যা থেকে পালিয়ে যান না। সমস্যার সমাধান করেন।     

নববর্ষে ১০ সংকল্প
  • 3/11

কোনও কাজ করতে বিলম্ব করবেন না। সূর্যোদয় ও সুযোগ একবার চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। ফলে আটেরো মাসে বছর করবেন না। সময়ের কাজ সময়ে সেরে ফেলাই হোক নববর্ষের সংকল্প। 
 

Advertisement
নববর্ষে ১০ সংকল্প
  • 4/11

প্রতিকূল পরিস্থিতিতে শব্দের অভাব পড়লে অযথা কথা বলতে যাবেন না। হেসে বিষয়টি সামলান। 

নববর্ষে ১০ সংকল্প
  • 5/11

স্নানে শরীর সুস্থ হয়। ধ্যান করে মন চাঙ্গা থাকে। আর দান করলে বাড়ে অর্থ।   

নববর্ষে ১০ সংকল্প
  • 6/11

সমস্যা থেকে দূরে চলে যাবেন না। সমস্যার মুখোমুখি না হলে তা আরও বাড়ে। সমস্যার সমাধান করুন।

নববর্ষে ১০ সংকল্প
  • 7/11

মন স্বচ্ছ ও প্রেমময় হলে ক্ষমা চাইতে মানুষ দ্বিধাবোধ করে না। অহংকারী ব্যক্তি ক্ষমাপ্রার্থনা করে। সবাইকে ছোট করে তাঁর মন প্রফুল্লিত হয়।     
 

Advertisement
নববর্ষে ১০ সংকল্প
  • 8/11

অর্থের চেয়ে জ্ঞান শ্রেষ্ঠ। কারণ অর্থকে বাঁচিয়ে রাখতে হয়। আর জ্ঞান আমাদের বাঁচিয়ে রাখে। 

নববর্ষে ১০ সংকল্প
  • 9/11

ভাল ব্যবহার করুন। ভাল মানুষকে সকলে মনে রাখেন, ভালবাসেন। ভাল ব্যবহার অনেক অসাধ্য কাজ করে দেয়। ভাল মানুষ সূর্যের মতোই ঝলসে ওঠেন।    
 

নববর্ষে ১০ সংকল্প
  • 10/11

জীবন প্রতিকূলতা ও সমস্যায় ভরা হলেও সবসময় ইতিবাচক থাকা দরকার। কারণ ইতিবাচক মনই নতুন কিছু করে দেখাতে পারে। 

নববর্ষে ১০ সংকল্প
  • 11/11

কোনও কাজের আগে তার ব্য়াপারে খুঁটিনাটি জানলে সহজে সাফল্য পাওয়া যায়। আগে-পিছে না ভেবে ঝাঁপানো ঠিক নয়। সব দিক দেখেই সিদ্ধান্ত নিন। 

Advertisement