Advertisement
লাইফস্টাইল

Relationship : প্রেমিকা বা স্ত্রী'কে এইগুলি ভুলেও বলবেন না, বললেই বিপদ

  • 1/8

সবাই সব কথা শুনতে পছন্দ করেন না। অনেকে সত্যি কথা সহজেই মেনে নেন। কেউ আবার নিজের সমালোচনা একেবারেই সহ্য করতে পারেন না। সাধারণভাবে এটাই হয়ে থাকে। তবে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, প্রেমিকা বা স্ত্রী তাঁর পুরুষ সঙ্গীর কাছ থেকে বেশ কিছু কথা একেবারেই শুনতে পছন্দ করেন না।

  • 2/8

এমন কিছু কথা, যেগুলো বারবার স্ত্রী বা প্রেমিকাকে বললে সম্পর্ক ভেঙেও যেতে পারে। তাই এই কথাগুলো এড়িয়ে চলুন। গবেষণায় দেখা গিয়েছে, যে বিষয়গুলো আপনার স্ত্রী বা প্রেমিকাকে মানসিকভাবে আঘাত দিতে পারে সেই বিষয়গুলো না বলা ভালো। কী কী সেই কথা- আসুন দেখি। 

  • 3/8

ভুলেও আপনার স্ত্রী বা প্রেমিকার কাছে নিদের প্রাক্তনের ব্যাপারে আলোচনা করবেন না। এতে তিনি আঘাত পেতে পারেন। একবার দুবার ভুলবশত বলে ফেললেও কখনও বারবার বলবেন না। 

Advertisement
  • 4/8

বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে মেয়েরা তাঁদের পরিবারকে বেশি ভালোবাসেন। বিশেষ করে বাবা, দাদা, ভাই এদের। তাই স্ত্রী বা প্রেমিকার কাছে কখনও তাঁর পরিবারের সম্পর্কে খারাপ কথা বলবেন না। 

  • 5/8

যতই ঝামেলা বা বিবাদ হোক, 'তুমি আমার যোগ্য নও' বা তোমাকে বিয়ে করে ভুল করেছি- এই গোছের মন্তব্য থেকে নিজেকে বিরত থাকুন। 

  • 6/8

অন্যের স্ত্রী বা প্রেমিকার সঙ্গে নিজের স্ত্রী বা প্রেমিকার কখনও তুলনা করবেন না। এতে তিনি আঘাত পেতে পারেন। ভাবতে পারেন আপনি তাঁকে ইচ্ছে করে ছোটো দেখানোর চেষ্টা করছেন। 
 

  • 7/8

স্ত্রী বা প্রেমিকার কাছে কখনও বলবেন না যে, তাঁর থেকে আপনার কোনও বন্ধু বা প্রিয়জন আছে। 

Advertisement
  • 8/8

এই বিষয়গুলো বলা থেকে নিজেকে বিরত রাখুন। তাঁর কোনও ভুল দেখলে বোঝান। কিন্তু, ভুলেও উপরের কথাগুলো বলবেন না। এতে সম্পর্ক বিগড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। 
 

Advertisement