scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

Facebook ডিলিট করে ৩০ কেজি ওজন কমালেন মহিলা! দাবি ঘিরে শোরগোল

মহিলা
  • 1/9

সোশ্যাল মিডিয়া থেকে দূরে রেখে প্রায় ৩০ কেজি ওজন কমিয়েছেন এক মহিলা। ব্রেন্ডা ফিন নামে ওই মহিলা লন্ডনের বাসিন্দা। ছবি-  brendafinn/Instagram

জানান
  • 2/9

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি স্টারের প্রতিবেদন অনুসারে, ব্রেন্ডা জানান ২০১৬ থেকে ২০১৯ এর মধ্যে তাঁর ওজন অনেকটাই বেড়ে গিয়েছিল। 

সমস্যা
  • 3/9

ব্রেন্ডা বলেন, সেই সময় খাবারের প্রতি যত্ন তিনি করতেন না। ফলে এই সমস্যা বেড়েছিল। 

Advertisement
তাকে
  • 4/9

তিনি আরও বলেন, ওজন বাড়তে বাড়তে সেটা ৯৮ কেজিতে পৌঁছে যায়। এমন পরিস্থিতিতে তাকে নানা সমস্যায় পড়তে হয়েছে।

তিনি
  • 5/9

এর জন্য সোশ্যাল মিডিয়াও দায়ী বলে জানিয়েছেন ব্রেন্ডা। অনলাইনে তিনি সুস্থ থাকার সব টিপস দেখতেন, যা দেখে তিনি আরও বিষন্ন হয়ে উঠেছিলেন।
 

ডিলিট
  • 6/9

এসব দেখে বিরক্ত হয়ে তিনি তাঁর সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিলিট করে দেন। ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে দিয়ে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে নেন ব্রেন্ডা।
 

তিনি
  • 7/9

তাঁর দাবি,  এরপরেই ওজন কমতে শুরু করে।এক বছরে, তিনি তাঁর শরীরের ওজনের এক তৃতীয়াংশেরও বেশি কমিয়ে ফেলেন।

Advertisement
তিনি
  • 8/9

তিনি আরও বলেন, ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রামে তার সময় নষ্ট করার পরিবর্তে, তিনি জগিং বা জিমে যান।
 

নিজেকে
  • 9/9

জাঙ্ক ফুড থেকেও নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তিনি। এই সব করে, তিনি এক বছরে নিজেকে ৩১ কেজি কমিয়েছেন।


 

Advertisement