scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

বাড়ির বাগানে ভুলেও এই ৫ গাছ লাগাবেন না, তীব্র অর্থকষ্ট আসে!

গাছের শখ
  • 1/6

গাছের শখ থাকে অনেকেরেই। বাড়িতে সবুজে ঘেরা বাগান থাকলে মনও থাকে তরতাজা। শুধু মনই নয় অক্সিজেন লেভেল বাড়াতেও গাছের গুরুত্ব অপরিসীম। কিন্তু কিছু গাছ লাগানো এড়িয়ে চলা উচিত। বাস্তু অনুসারে, কিছু গাছ বাড়িতে থাকা মানে তা নেগেটিভ শক্তি তৈরি করে। যে কারণে, আর্থিকভাবে বিপর্যস্ত হতে পারে আপনার পরিবার। জেনে নিন কোন কোন গাছ বাড়ির জন্য অমঙ্গল-
 

খেজুর গাছ
  • 2/6

খেজুর গাছ- খেজুর গাছ দেখতে খুবই সুন্দর। সৌন্দর্য বৃদ্ধি করলেও এই গাছ বাড়িতে রাখা একদম শুভ নয়। এতে বাড়িতে আর্থিক সংকট হতে পারে। তাই এই গাছ বাড়িতে না পোঁতাই ভালো।
 

তাল গাছ
  • 3/6

তাল গাছ- সেরকমই তাল গাছও বাড়ির চারপাশে লাগানো উচিত নয়। তালের বড়া বা তালশাঁস খেতে হলেও বাড়ি থেকে দূরে লাগান, কিন্তু বাড়িতে এই গাছ পুঁতবেন না। তাল গাছ থেকে অশুভ শক্তি নির্গত হয়। পরিবারে আর্থিক কষ্ট হতে পারে। বাস্তু মতে, বাড়িতে তালগাছ থাকলে দেবী লক্ষ্মী বাস করেন না।
 

Advertisement
তেঁতুল গাছ
  • 4/6

তেঁতুল গাছ- তেঁতুল গাছও বাড়িতে পুঁতবেন না। বাস্তু মতে, তেঁতুল গাছ থাকলে অশুভ আত্মার উপস্থিতি হয়। যা বাড়ির সদস্যদের ওপর কুপ্রভাব ফেলতে পারে।
 

অনেকসময়
  • 5/6

অনেকসময় বাড়িতে অশ্বথ গাছ  গজিয়ে ওঠে, এটি যেমন খারাপ লক্ষণ, তেমনই অশ্বথ গাছ লাগানোও উচিত না। মন্দিরে এই গাছ ভালো, তবে বসত বাড়িতে এই গাছ রাখেবন না।
 

মাদার গাছ
  • 6/6

মাদার গাছ- আরও একটি গাছ বাড়িতে রাখা অশুভ বলে মনে করা হয়, তা হল মাদার গাছ। এই ধরনের গাছে কেবলমাত্র খোলা জায়গায় পোঁতা উচিত। 

Advertisement