scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

Most Dangerous Tourist Destinations In The World : বিশ্বের ১০ বিপজ্জনক ঘোরার জায়গা, অ্যাডভেঞ্চারপ্রেমী হলে যেতেই হবে

প্রতীকী ছবি
  • 1/11

বেড়াতে যেতে কমবেশি সকলেই ভালবাসেন। কারও পছন্দ পাহাড়, তো কারও আবার সমুদ্র। আবার অনেকে আছেন বেড়াতে যাওয়ার জন্য কোনও ইউনিক বা অ্যাডভেঞ্চার-মূলক জায়গাকে বেছে নেন। তবে বিশ্বে এমনকিছু জায়গা আছে যেখানে যাওয়া কখনও কখনও বিপজ্জনকও হয়ে উঠতে পারে। তাই সেইসব জায়গায় যাওয়ার বিষয়ে সবদিক ভেবে সিদ্ধান্ত নিন। 
 

প্রতীকী ছবি
  • 2/11

Volcano Tours in Hawaii, USA 
হাওয়াইয়ান দ্বীপপুঞ্জ হল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত একটি প্রদেশ। এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পর্যটন স্থানগুলির মধ্যে একটি। এখানে চারদিকে রয়েছে সক্রিয় আগ্নেয়গিরি। বলা হয় এটিই বিশ্বের একমাত্র জায়গা যেখানে সক্রিয় আগ্নেয়গিরিটিকে এত কাছ থেকে দেখা যায়।

প্রতীকী ছবি
  • 3/11

Death Valley National Park, USA 
ডেথ ভ্যালিকে বিশ্বের অন্যতম দর্শনীয় উপত্যকা হিসেবে ধরা হয়। এটি নেভাদা এবং ক্যালিফোর্নিয়ার মধ্যে অবস্থিত। ডেথ ভ্যালি উত্তর আমেরিকার সর্বনিম্ন বিন্দু। এই উপত্যকায় পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ 56.7 °C (134 °F) রেকর্ড করা হয়েছে। বলা হয়, হ্যারি পটার চলচ্চিত্র অভিনেতা ডেভ লেগেনো এই ডেথ ভ্যালির প্রচণ্ড গরমেই মারা যান।
 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/11

Snake Island, Brazil
ব্রাজিলের স্নেক আইল্যান্ড বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলির মধ্যে একটি। ব্রাজিলের সাও পাওলো শহর থেকে ৯০ মাইল দূরে অবস্থিত এই দ্বীপে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক সাপ রয়েছে। গবেষণায় জানা গিয়েছে, স্নেক আইল্যান্ড বা ইলহা দা কুইমাদা গ্র্যান্ডে প্রতি বর্গমিটারে প্রায় পাঁচটি সাপ রয়েছে।

আরও পড়ুনদু'টি ভেষজ চা ডায়াবেটিস কন্ট্রোলে রাখে, বাড়িতে বানান সহজেই, রইল পদ্ধতি

প্রতীকী ছবি
  • 5/11

Oymyakon, Siberiaআপনি কি জানেন বিশ্বের শীতলতম শহর কোনটি? বিশ্বের শীতলতম শহরের নাম ওমিয়াকন, যেটি রাশিয়ার পূর্ব সাইবেরিয়ায় অবস্থিত। এখানকার তাপমাত্রা সবসময়ই খুব কম থাকে এবং সেই কারণে এটিকে বিশ্বের সবচেয়ে ঠান্ডা গ্রাম বলা হয়। বাইরে থেকে যদি হঠাৎ কেউ সেখানে বেড়াতে যান, তাহলে তাঁর চোখের পাতায় বরফও জমে যেতে পারে বা ঠান্ডায় তাঁর শরীর শক্ত হয়ে যেতে পারে।

প্রতীকী ছবি
  • 6/11

Skellig Michael Mountain, Ireland 
আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলে অবস্থিত এই পর্বতশ্রেণীটি বিশ্বের অন্যতম বিপজ্জনক স্থান। এই পাথুরে দ্বীপটি দেখতেও খুব বিপজ্জনক। এখানে যাওয়াও বেশ চ্যালেঞ্জিং, কারণ পর্যটকদের এখানে পৌঁছাতে রুক্ষ পথ এবং প্রায় এক ঘন্টা নৌকায় যেতে হয় পাথরের ধস ও খারাপ আবহাওয়ার কারণে সরকার এখানে যাওয়া নিষিদ্ধ করেছে। প্রতি বছর মাত্র ৪টি নৌকাকে সেখানে যাওয়ার লাইসেন্স দেওয়া হয়, যার মাধ্যমে সীমিত সংখ্যক পর্যটক সেখানে যেতে পারেন।

প্রতীকী ছবি
  • 7/11

Danakil Desert, Ethiopia 
ডানাকিল মরুভূমিকে বলা হয় বিশ্বের উষ্ণতম স্থান। আফ্রিকার ইথিওপিয়ার ডানাকিল মরুভূমি পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থান। এই স্থানে রয়েছে সালফার পাহাড় এবং নদী। এখানকার পাথর ও মাটিতেও হলুদ রঙ দেখা যায়। সেখানে মূলত নোনতা জলের নদী দেখা যায়। ওই এলাকায় একবার এক মহিলার কঙ্কালও পাওয়া গিয়েছিল, যেটি কমপক্ষে ৩.২ মিলিয়ন বছরের পুরনো বলে মনে করা হয়। 
 

Advertisement
প্রতীকী ছবি
  • 8/11

Lake Natron, Tanzania 
উত্তর তানজানিয়ার বিপজ্জনক লবণ হ্রদ পৃথিবীর সবচেয়ে কস্টিক এলাকাগুলির মধ্যে একটি। ন্যাট্রন লেকের জল দেখতে কাঁচের মতো। তবে যদি একটি পাখিও এসে সেটির ওপর বসে, তবে তার শরীর কিছুক্ষণের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। তাই এই লেকের কাছে যেতে গেল অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। 
 

প্রতীকী ছবি
  • 9/11

Skeleton Coast, Namibia
কঙ্কাল উপকূল অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। দক্ষিণ আফ্রিকার নামিবিয়ায় ৫০০ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই এলাকায় প্রচুর পরিমাণে হাড় পাওয়া গেছে। তাই এই জায়গাটা দেখলে যে কেউ ভয় পেয়ে যাবেন।
 

প্রতীকী ছবি
  • 10/11

Mount Washington, USA
মাউন্ট ওয়াশিংটন আমেরিকার সবচেয়ে বিপজ্জনক স্থানগুলির মধ্যে একটি। এখানে ২০৩ মাইল প্রতি ঘন্টা বেগে বাতাস বয়ে যাওয়ার রেকর্ড রয়েছে। এখানকার তাপমাত্রাও থাকে মাইনাস ৪০ ডিগ্রির নিচে। এখানকার প্রবল বাতাসে হাঁটা তো দূরের কথা, দাঁড়িয়ে থাকাও কার্যত অসম্ভব। 
 

প্রতীকী ছবি
  • 11/11

North Sentinel Island, Andaman 
উত্তর সেন্টিনেল দ্বীপ রহস্যে ভরা। এখানকার মানুষ খুবই বিপজ্জনক। উন্নয়নের কোনও ছোঁয়া এখানে পৌঁছায়নি। বলা হয় সেখানকার মানুষজন খুবই বিপজ্জনক। তাঁরা নিজেদের মধ্যেই সুখী। অনেকেই সেই দ্বীপে গিয়ে প্রাণ হারিয়েছেন বলে শোনা যায়। 

Advertisement