scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

Tulsi Benefit: হরমোন ব্যালেন্স থেকে ক্যানসার নিরাময়, তুলসির অবাক করা সব গুণাগুণ

তুলসির গুণ
  • 1/10

হিন্দু ধর্মে তুলসিকে পুজো করা হয় দেবতাজ্ঞানে। আসলে হিন্দু ধর্মে বিজ্ঞানভিত্তিক চর্চা চলে আসছে বহুদিন ধরে। তুলসি গাছের হাজারটা গুণ।

তুলসির গুণ
  • 2/10

তাই তুলসিগাছকে দেবতার আসনে বসিয়ে এই গাছ নষ্ট হওয়া থেকে বাঁচানোর উপায় করেছিলেন প্রাচীণ মুনি-ঋষি-শাস্ত্রজ্ঞরা। 

তুলসির গুণ
  • 3/10

তুলসি গাছ প্রতিটি হিন্দু বাড়িতে থাকে। তার কারণ এই গাছের পাতা অক্সিজেনের ভাণ্ডার। অন্য গাছ থেকে বেশি পরিমাণে অক্সিজেন ছাড়ে তুলসি পাতা।

Advertisement
তুলসির গুণ
  • 4/10

তাছাড়া তুলসির ভেষজ বা ওষধিগুণ দারুণ। সাধারণ সর্দিকাশি নিরাময়ের বিষয় জানলেও এর আরও গম্ভীর রোগ নিরাময়ের গুণ আছে। তা আমরা অনেকেই জানি না।

তুলসির গুণ
  • 5/10

সর্দি কাশি নিরাময়ে এর কোনও তুলনা হয় না। যাদের ব্রঙ্কাইটিসের সমস্যা রয়েছে তাদের জন্য তুলসী অত্যন্ত উপকারী।

তুলসির গুণ
  • 6/10

তুলসী পাতা ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে। তুলসীতে আছে প্রচুর পরিমানে অ্যান্টিঅক্সিডেন্ট ।

তুলসির গুণ
  • 7/10

হরমোনের মাত্রা বজায় রাখতেও তুলসী অত্যন্ত সাহায্য করে । তাই হরমোনের সমস্যা থাকলে নিয়মিত তুলসী পাতা খেতে হবে।

Advertisement
তুলসির গুণ
  • 8/10

শ্বাসকষ্টের সমস্যা সমাধানেও সাহায্য করে তুলসী। রোজ তুলসী খেলে শ্বাসকষ্টের সমস্যা থেকে আরাম পাওয়া যায়।

তুলসির গুণ
  • 9/10

ডায়াবেটিসের সমস্যা মেটাতেও অত্যন্ত কার্যকর তুলসী। নিয়মিত তুলসী পাতার রস সেবন করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।

 

তুলসির গুণ
  • 10/10

তবে এগুলো সবটাই সাধারণ পরিস্থিতিতে ব্যবহারের জন্য। কেউ কোনও রোগে গুরুতর অসুস্থ হলে তাঁকে আগে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিন। কারণ তুলসি চটজলদি কোনও কিছুই নিরাময় করতে পারে না।

Advertisement