কথায় বলে 'ফুলের রাজা গোলাপ' (Rose)। বিশেষ দিন হোক কিংবা কোনও অনুষ্ঠান সবেতেই হিট এই ফুল। জানেন কি গোলাপের পাপড়ির (Rose Petals) রয়েছে অনেক উপকারিতা? দেখে নিন কী কী...
মুলতানি মাটির সঙ্গে শুকনো গোলাপের পাপড়ি মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।
শুকনো করা গোলাপের পাপড়ি দিয়ে তৈরি গোলাপ জল ক্ষতস্থানে ব্যবহার করলে দ্রুত ক্ষতস্থান ঠিক হয়ে যায়।
গুঁড়ো দুধের সঙ্গে সামান্য পরিমাণে শুকনো গোলাপের পাপড়ি মিশিয়ে তরল তৈরি করে সেটি পান করলেও অ্যাসিডিটি ও যকৃতের আলসারের সমস্যা কমে যায় তাড়াতাড়ি।
কাশি, গলা ব্যথা কমাতে চাইলে গোলাপের পাপড়ি জলে ছেঁকে নিন। এবার সেই জল গরম করে তারপর গার্গল করুন। উপকার পাবেন।