শুরু হয়েছে ভ্যালেন্টাইন্স সপ্তাহ। বছরের এই বিশেষ সময়ে প্রেমের জোয়ারে গা ভাসান অনেকেই। তার মধ্যে উপহার পেতে কার না ভালো লাগে? আর সেই উপহারে যদি থাকে নতুনত্ব, তাহলে তো আর কথাই নেই। চলুন দেখা যাক এইবারের ভ্যালেন্টাইন্স ডে-তে কী কী অভিনব উপহার দিতে পারেন সেই স্পেশাল মানুষটিকে।
সুগন্ধী মোম (Scented Candle)
ভালো গন্ধ সকলেরই পছন্দ। তার সঙ্গে মোমের হলুদ আলো অনেকেরই প্রিয়। তাই প্রিয়জনকে এই প্রেম দিবসে উপহার দিতে পারেন সুগন্ধী মোম। সুগন্ধ ও আলোর মিশেলে দুজনের অন্তরঙ্গ মুহূর্ত হয়ে উঠবে আরও বিশেষ। কাটাটে পাড়বেন 'কোয়ালিটি টাইম'।
ডিফিউজার (Diffuser)
সুগন্ধী মোম দিতে আপত্তি থাকলে, উপহার দিতে পারেন ডিফিউজার। এখনও অনেকেরই বাড়িতেই কাটছে বেশিরভাগ সময়। চারিদিকের সুগন্ধতে মনও থাকবে ভালো। আর এসেন্সিয়াল ওয়েল শেষ হলেও চিন্তা নেই। পড়ে নতুন কোনও মন পসন্দ ফ্লেবারের তেল কিনে নিতে পারেন সহজেই।
গাছ (Plant)
একঘেয়ে জিনিসের থেকে বেড়িয়ে, এই ভ্যালেন্টাইন্স ডে- তে আপনার পার্টনারের হাতে তুলে দিন গাছের চারা। সৌভাগ্য বয়ে নিয়ে আসে এরকম বিশেষ কোনও গাছ যেমন মানি প্ল্যান্ট, চাইনিজ ব্যাম্বু ও আরও নানাবিধ ছোট গাছ উপহারের কোনও বিকল্প নেই। সেই গাছের টবও বেছে নিতে পারেন সুন্দর কোনও ডিজাইনের।
কিট ব্যাগ (Kit Bag)
ছেলে-মেয়ে নির্বিশেষে সকলের প্রয়োজন হয় ট্রাভেল কিট ব্যাগ। বাজারে কিংবা অনলাইনে নিত্যনতুন রকমারি এই ধরণের ব্যাগ এখন পাওয়া যায়। যেখানে প্রয়োজনীয় এবং পছন্দসই জিনিস আপনি সহজেই গুছিয়ে রাখতে পারেন। এই জিনিসটি যেমন হবে কাজের, তেমনই সব সময় কাছে থাকবে এই উপহার।
বাড়িতে তৈরি চকোলেট (Homemade Chocolate)
শুভ দিন মানেই মিষ্টিমুখ। আর বিশেষ দিনগুলি চকোলেট ছাড়া যেন ভাবাই যায় না। তাছাড়া চকলেট পছন্দ করেন না, এরকম মানুষ খুবই বিরল। তাই এই বছরের ভ্যালেন্টাইন্স ডে-তে বাজার চলতি খুব সাধারণ কোনও চকোলেট না কিনে, মনের মানুষকে উপহার দিন বাড়িতে তৈরি চকোলেট।বিভিন্ন অ্যাপের মাধ্যমে একটু খোঁজ করলে আপনি সহজেই পেয়ে যাবেন। এটি যেমন স্বাদে অতুলনীয় হয়, তেমনি স্বাস্থ্যের ক্ষয়ক্ষতির সম্ভাবনাও কম।
পোষ্য (Pet)
আপনার বাজেট যদি একটু বেশি হয়, আর আপনারা যদি পশুপ্রেমী হন, তাহলে এই উপহার সেরা হতে পারে। আদরের কুকুর, বিড়াল কিংবা অন্য কোনও ছানা আপনার প্রিয়জনকে উপহার দিন। এতে যেমন তাঁর মন ভালো থাকবে, তেমনই আপনাদের ভালোবাসায় বাড়বে গভীরতা।
ভালোবাসাই হোক মূলমন্ত্র (Let Love be the key factor)
তবে সব শেষে বলা চলে বিভিন্ন ধরনের উপহার তো আছেই। কিন্তু তার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভালোবাসা। প্রিয়জনকে জানান দিন আপনার কাছে সে কতটা গুরুত্বপূর্ণ এবং কাছের। উপহারের পাশাপাশি ভালোবাসা হোক শুধু প্রেমের সপ্তাহ নয় সারা জীবনের মূলমন্ত্র।