scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

New Year 2022: বাড়ির কোন দিকে কোন ছবির ক্যালেন্ডার টাকা-সুখ-শান্তি আনে সংসারে?

রোজকার
  • 1/8

রোজকার জীবনের অঙ্গ ক্যালেন্ডার। তা যতই ফোনে ডিজিটালি থাকুক না কেন, বাড়িতে ক্যালেন্ডার থাকে না এরকম বাড়ি খুব কমই দেখা যায়। নেই এমন বাড়ি খুঁজে পাওয়া কঠিন। নতুন বছর মানেই দেওয়ালে একটা নতুন ক্যালেন্ডার লাগবে। তবে এটা কি জানেন ক্যালেন্ডার দেওয়ালের ঠিক দিকে না রাখলে আপনার বাড়িতে অশান্তি দেখা দিতে পারে?
 

জ্যোতিষশাস্ত্র
  • 2/8

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বাড়ির দেওয়ালে ক্যালেন্ডার সবসময় বুঝেশুনে লাগানো উচিত। ছবির ওপর নির্ভর করেও ক্যালেন্ডার কোন দেওয়ালে থাকবে তার ব্যবস্থা করতে হবে।
 

জ্যোতিষশাস্ত্র
  • 3/8

জ্যোতিষশাস্ত্র মতে, ক্যালেন্ডারে যদি কোনও সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ক্যালেন্ডার হয় তবে তা পশ্চিম বা উত্তরের দেওয়ালে রাখতে পারেন। 
 

Advertisement
যদি ঘোড়ার
  • 4/8

যদি ঘোড়ার ছবি থাকে তবে তা ঘরের উত্তরের দেওয়ালে লাগানো শুভ। 
 

ফুলের ছবি
  • 5/8

ফুলের ছবি লাগানো থাকলে যে কোনও দেওয়ালে লাগাতে পারেন।   
 

ক্যালেন্ডারে
  • 6/8

ক্যালেন্ডারে পাখির ছবি থাকলে একটু সাবধানতা অবলম্বন করা জরুরি, বিশেষ করে যদি জোড়া পাখির ছবি হয়, তা যেকোনও দেওয়ালে লাগালে অশুভ শক্তি ডেকে আনবে। জোড়া পাখির ছবির ক্যালেন্ডার লাগালে তা ঘরের দক্ষিণ পশ্চিম কোণে লাগান। 
 

অনেক সময়
  • 7/8

অনেক সময় সূর্য ডোবার ছবি দেওয়া ক্যালেন্ডার বাড়িতে রাখেন অনেকেই। এরকম হলে পশ্চিম দেওয়ালে আর সূর্যোদয়ের ছবি হলে তা পূর্ব দিকের দেওয়ালে টাঙাবেন। 
 

Advertisement
যুদ্ধ বা পৌরানিক
  • 8/8

যুদ্ধ বা পৌরানিক যুদ্ধের ছবি দেওয়া ক্যালেন্ডার বাড়িতে না রাখাই ভালো। এগুলি মেনে চললে বাড়িতে সুখ শান্তি বৃদ্ধি পাবে, অর্থাগম হবে। অনেক বাধা কেটে যাবে।

Advertisement