scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

PHOTOS: আধা কুকুর আধা বাঘ, ৮৫ বছর পর দেখা তাসমানিয়ার বাঘের

তাস
  • 1/8

বিলুপ্ত হয়ে গিয়েছে ৮৫ বছর আগে। কিন্তু হঠাৎই ফের দেখা মিলল তাসমানিয়ান টাইগারের (Tasmanian Tiger)। যা নিয়ে জীব বৈজ্ঞানিকদের মধ্য যথেষ্ট কৌতুহল তৈরি হয়েছিল।

তাস
  • 2/8

তাসমানিয়ান টাইগার অস্ট্রেলিয়ার পূর্ব তাসমানিয়ায় দেখা যেত। ১৯৬৩ সালে এই প্রজাতিকে বিলুপ্ত ঘোষণা করা হয়। থাইলাসিন অ্যাওয়্যার গ্রুপের প্রেসিডেন্ট নিল হোয়াইটস জানান, তিনি জঙ্গলে তাসমানিয়ান টাইগারের একটি পরিবারকে দেখেছেন।

তাস
  • 3/8

তাঁর কাছে কিছু ছবিও রয়েছে যেখানে এই প্রজাতির গোটা পরিবারকে দেখা যাচ্ছে।

Advertisement
তাস
  • 4/8

প্রথমে এই খবরে স্বভাবতই খুশি হয় সে দেশের পশুপ্রেমীরা। পরে পরীক্ষা করে দেখা যায় সে ছবি ভুয়ো।

তাস
  • 5/8

মনোবিদরা একে মিথ্য প্রচারের করে বিখ্যাত হওয়ার একটি পদ্ধতি হিসাবে বর্ণনা করেছেন। এর আগে বোর্নিও-র জঙ্গলে মাংসাহারি কাঠবেড়ালি এবং টেক্সাসে চুপাকাবরাস নামে দুই অদ্ভূত প্রজাতির ভুয়ে খবর প্রচারিত হয়।

তাস
  • 6/8

বেশ কয়েক দশক আগে বিলুপ্ত হওয়া প্রাণীর ফিরে আসা অসম্ভব। তাসমানিয়ান টাইগারের বেস কিছু ছবি এবং ভিডিও রয়েছে, যা মানুষের মনে গেঁথে রয়েছে। তার ফলেই এ ধরনের ভুল হয়ে থাকে।

তাস
  • 7/8

প্রায় ২০ লক্ষ বছর আগে তাসমানিয়ান টাইগারের প্রজাতি অস্ট্রেলিয়ার ওই অঢ্চলে রাজত্ব করত। তবে শেষ বার এই প্রজাতিকে ১৯৩০ সালে দেখা গিয়েছে।

Advertisement
তাস
  • 8/8

পূর্ণ বয়স্ক তাসমানিয়ান টাইগার ৫১ ইঞ্চি পর্যন্ত লম্বা হত। ওজন ১২ থেকে ২২ কিলোগ্রাম পর্যন্ত হত। উচ্চতা হত ২০ থেকে ২৬ ইঞ্চি।

Advertisement