
যৌনতায় স্বাদ আনতে গোপনাঙ্গে চকোলেট রেখেছিলেন মহিলা। ভাবতেও পারেননি পরে কী হতে চলেছেন তাঁর সঙ্গে। যা হয়েছে তা এককথায় কল্পনার বাইরে।

আন্তর্জাতিক সাংবাদমাধ্যম ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ওই মহিলা সোশ্যাল মিডিয়ায় নিজের সম্পর্কে এই কথা বলেন।

সেক্স টিপ থেকে তিনি জানতে পারেন যে মহিলারা গোপনাঙ্গে চকোলেট রাখলে তা অনেক ভালো হয়।

তিনি সেই মতো চকোলেট গোপনাঙ্গের মধ্যে রাখেন। কিন্তু তারপরেই বিপত্তি বাধে।

সেই চকোলেট গলে যায়। পরে সেখান থেকে মহিলার গোপনাঙ্গে সংক্রমণও ছড়িয়ে পড়ে।

ওই মহিলা একথা জানাতেই কার্যত হতবাক হয়ে যান নেটিজেনরা। 
 

অনেকেই জানান, ওই মহিলা কি আদৌ কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিয়েছিলেন?

আবার অনেকে বলছেন, ওই মহিলার এমন কাজ করা কখনই উচিত হয়নি।

বিশেষজ্ঞরা বলছেন, উনি টিকটক থেকে সেক্স টিপস নিয়েছিলেন। কিন্তু সেখানে অধিকাংশ ভুয়ো থাকে।

ফলে সেই ক্ষেত্রে ওই মহিলার আরও সতর্ক থাকা উচিত ছিল।