scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

যৌনসঙ্গী খুঁজছে বাবা, জেনে মেসেজ করল মেয়ে! তারপরেই...

মেয়ের
  • 1/10

অ্যাডল্ট ওয়েবসাইট দেখতে চোখ কপালে উঠে যায় মেয়ের। কারণ সেখানে অ্যাকাউন্ট খুলে বসে রয়েছে বাবা। পরিচয় দিচ্ছেন সুগার ড্যাডি হিসাবে। (ছবি- ইনস্টাগ্রাম/আভা লুইস)
 

মহাদেশে
  • 2/10

কী এই সুগার ড্যাডি? ইউরোপ ও মার্কিন মুলুক-সহ বিভিন্ন মহাদেশে এর রমরমা বাড়ছে। কলেজে থাকাকালীন কোনও ছাত্রীর টিউশন খরচ থেকে শুরু করে হোস্টেলের টাকা কিংবা জীবনযাপনের টাকা মেটাতে সমস্যা হয়। (ছবি- ইনস্টাগ্রাম/আভা লুইস)

ছাত্রীরা
  • 3/10

তখন তাঁরা সুগার ড্যাডির খোঁজ করেন। এতে বয়স্ক কোনও ব্যক্তির সঙ্গ পান সেই সব ছাত্রীরা। সেই বয়স্ক ব্যক্তি সংশ্লিষ্ট ছাত্রীর সব টাকার চাহিদা মিটিয়ে নেন। (ছবি প্রতীকী)

Advertisement
মেটাতে
  • 4/10

বেশ কিছু ওয়েবসাইটের দাবি, বদলে ওই বয়স্ক ব্যক্তির যৌন চাহিদা মেটাতে হয়। তাঁর সঙ্গে থাকতে হয়।  এমনকী ডেটেও যেতে হয়।  (ছবি প্রতীকী)

ওয়েবসাইটে
  • 5/10

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, তেমনই এক সুগার ড্যাডি ওয়েবসাইটে খুলছিলেন আভা লুইস। বিখ্যাত টিকটকার হিসাবে তাঁর পরিচিতি আগেই রয়েছে।  (ছবি প্রতীকী)

খানিকটা
  • 6/10

তখনই তিনি দেখতে পান, সেখানে অ্যাকাউন্ট খুলে রয়েছেন তাঁর বাবা। বিষয়টি দেখে তিনি খানিকটা ঘাবড়ে যান। (ছবি প্রতীকী)

দাবি
  • 7/10

এরপরেই তিনি নিজের বাবাকেই সেখানে মেসেজ করে বসেন। লিখে পাঠান "হাই ড্যাড"। আভার দাবি মেসেজ দেখার পরেই তাঁর বাবা ব্লক করে দেন তাঁকে। (ছবি প্রতীকী)
 

Advertisement
মুহূর্তের
  • 8/10

গোটা বিষয়টি সম্প্রতি একটি টিকটক ভিডিওতে এসে বলেন আভা। ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।  (ছবি প্রতীকী)

বিষয়ে
  • 9/10

অনেকেই বলেন, 'তারপরে কী হল?' সেই প্রসঙ্গে আভা বলেন, তাঁর বাবা কখনও এই বিষয়ে আর মুখ খোলেননি।  (ছবি প্রতীকী)

গিয়েছে
  • 10/10

কমেন্ট বক্সে একজন বলেন, "আমার এক বন্ধুর সঙ্গে এমন হয়েছে। পরে ডেটে গিয়েছে দেখেন সেখানে বাবা বসে রয়েছেন।" (ছবি প্রতীকী)

Advertisement