
চিকেন পকোড়া খেলে মিলবে ১ লাখ টাকা বেতন। শুনতে অবাক লাগলে বাস্তবে এমনটাই হয়েছে। (সব ছবি প্রতীকী)

BirdsEye নামে এক সংস্থা সম্প্রতি এমন অফার অনেছে। ফুড টেস্টারের জন্য শূন্যপদ নিয়ে এসেছে তারা।

এই পদে যোগ্য ব্যক্তিকে সংস্থার তৈরি করা বিভিন্ন খাবার খেতে হবে। সেখানে কোনও খামতি রয়েছে কিনা সেটা বলতে হবে।

এমনকী আর কী কী উপকরণ দিলে খাবারের মান ভালো হবে সেটি বলতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে।

এই পদে থাকা যোগ্য ব্যক্তিকে ১ লাখ টাকা মাসিক বেতন দেবে সংস্থা। এমনটাই তারা জানিয়েছে।

https://www.birdseye.co.uk/ এই লিঙ্কে গিয়ে আবেদন করা যাবে।

এছাড়াও, আবেদনকারীরা birdseyeHR@chiefdippingofficer.co.uk-এ ২৫০ শব্দের একটি চিঠি পাঠিয়ে নিজের সম্পর্কে বলতে পারেন।

তবে সংস্থার এই আবেদন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে গিয়েছে। অনেকে বিষয়টি নিয়ে চর্চা করছেন।