Advertisement
লাইফস্টাইল

মহিলারা কোন ধরনের পর্ন দেখতে ভালোবাসেন ? সামনে এল তথ্য

  • 1/8

অনেকেরই ধারণা রয়েছে পর্নোগ্রাফি বা নীলছবি (Blue Film) বোধহয় শুধু পুরুষেরাই দেখেন। তবে সেই ধারণা যে একেভারেই ভুল তা আরও একবার প্রমাণিত হল জনপ্রিয় একটি পর্ন সাইটের রিপোর্টে। (সমস্ত ছবি প্রতীকী)

  • 2/8

মহিলাদের পর্নোগ্রাফি দেখা নিয়ে বেশকিছু তথ্য প্রকাশ করেছে জনপ্রিয় ওই ওয়েবসাইটটি।

  • 3/8

সেখানে যেমন মহিলারা কোন ধরনের পর্ন দেখতে বেশি পছন্দ করেন তা বলা হয়েছে, তেমনই কোন কোন দেশের মহিলারা পর্নোগ্রাফির (Pornography) প্রতি বেশি আসক্ত তাও প্রকাশ করা হয়েছে। 

Advertisement
  • 4/8

জানা যাচ্ছে সারা বিশ্বের এমন ২০টি দেশ রয়েছে, যেখানকার মানুষ ওই ওয়েবসাইটটিতে খুবই সক্রিয়। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হল তাঁদের মধ্যে ৭১ শতাংশই মহিলা। 

  • 5/8

এমনকী লেসবিয়ান পর্নোগ্রাফি পুরুষদের তুলনায় মহিলারা ১৫১ শতাংশ বেশি দেখেন বলে জানা যাচ্ছে। তবে সব দেশের ছবিটা অবশ্য এমন নয়।

  • 6/8

উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও ইউরোপের বেশিরভাগ দেশ এবং অস্ট্রেলিয়ার মহিলারা লেসবিয়ান পর্নোগ্রাফি খুবই পছন্দ করেন বলে জানা যাচ্ছে।

  • 7/8

আবার আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার বেশকিছু দেশের মহিলাদের মধ্যে অ্যানাল পর্নেরও চাহিদা রয়েছে। তবে ভারতীয় মহিলারা অবশ্য দেশীয় পর্ন দেখেন বলেই দাবি ওই ওয়েবসাইটের। 

Advertisement
  • 8/8

এককথায় বলতে গেলে পর্ন দেখা নিয়ে মহিলারা রীতিমতো পরীক্ষা নিরিক্ষা চালাচ্ছে বলেই দাবি করেছে ওই ওয়েবসাইটটি। 

Advertisement