scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

Lifestyle : কোন কোন কারণে মেয়েদের যৌন চাহিদা হঠাৎ বেড়ে যেতে পারে?

কোন কোন কারণে মেয়েদের যৌন চাহিদা হঠাৎ বেড়ে যেতে পারে?
  • 1/8

যৌন চাহিদা খুব স্বাভাবিক একটা বিষয়। কারও চাহিদা বেশি থাকে। আবার কারও কম। কোনও কোনও পুরুষের একটা নির্দিষ্ট বয়সে যৌন চাহিদা বাড়ে আবার মহিলাদের ক্ষেত্রেও একথা সত্যি। 

কোন কোন কারণে মেয়েদের যৌন চাহিদা হঠাৎ বেড়ে যেতে পারে?
  • 2/8

ঠিক কী কী কারণে মহিলাদের যৌন চাহিদা বাড়ে? এর পিছনে রয়েছেও বিজ্ঞান। শারীরিক কারণ। চিকিৎসকদের মতে মহিলাদের যৌন চাহিদা বেশি হওয়ার প্রধান কারণ হল হরমোন। 

কোন কোন কারণে মেয়েদের যৌন চাহিদা হঠাৎ বেড়ে যেতে পারে?
  • 3/8

সাধারণত Estrogen, progesterone, এবং testosterone এই ৩ হরমোনের কারণে মহিলাদের যৌনচাহিদা বেশি থাকে।

Advertisement
কোন কোন কারণে মেয়েদের যৌন চাহিদা হঠাৎ বেড়ে যেতে পারে?
  • 4/8

আবার এক সমীক্ষা দাবি করছে, মহিলাদের মেনোপজের সময়কালে যৌন চাহিদা বৃদ্ধি পায়। অনেকে মনে করেন, বয়স বাড়লে মহিলাদের যৌন চাহিদা কমতে থাকে। কিন্তু, এই তথ্য সঠিক নয়। 

কোন কোন কারণে মেয়েদের যৌন চাহিদা হঠাৎ বেড়ে যেতে পারে?
  • 5/8

নতুন কিছু গবেষণায় প্রকাশ, যত বয়স বাড়ে তত মহিলারা সঙ্গমে তৃপ্তি পেতে থাকেন। বিশেষ করে চল্লিশোর্ধ মহিলাদের ক্ষেত্রে এই সম্ভাবনা বেশি।

কোন কোন কারণে মেয়েদের যৌন চাহিদা হঠাৎ বেড়ে যেতে পারে?
  • 6/8

হতাশা, মন খারাপ ইত্যাদির জেরে অনেকের যৌন খিদে কমে যায়। আবার এর বিপরীত দিকটাও সত্যি। গবেষণায় দেখা গিয়েছে, হতাশা ডিপ্রেশন থেকে অনেকের আবার চাহিদা বাড়ে। 

কোন কোন কারণে মেয়েদের যৌন চাহিদা হঠাৎ বেড়ে যেতে পারে?
  • 7/8

অনেক মহিলার পার্টনারের যৌন চাহিদা থাকে না। এই রকম ক্ষেত্রেও মহিলাদের চাহিদা বাড়তে থাকে। চিকিৎসকদের মতে, এর কারণ মনস্তত্ত্ব। 
 

Advertisement
কোন কোন কারণে মেয়েদের যৌন চাহিদা হঠাৎ বেড়ে যেতে পারে?
  • 8/8

পার্টনারের সঙ্গে মিলিত হওয়া অনেকটা অভ্যাসের মতো। কোনও কোনও ক্ষেত্রে আচমকা সেই অভ্যাসে বিরতি পড়লে যৌন চাহিদা বাড়তে পারে।   

Advertisement