scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

World Aids Day 2020: জেনে নিন HIV/AIDS- এর কারণ ও লক্ষণগুলি

জেনে নিন HIV/AIDS- এর কারণ ও লক্ষণগুলি
  • 1/10

প্রতি বছর ১ ডিসেম্বর বিশ্ব জুড়ে পালিত হয় 'বিশ্ব এইডস দিবস' (World Aids Day)। এইডস সম্পর্কে আরও সচেতনতা বাড়াতেই  এই উদ্যোগ। 
 

জেনে নিন HIV/AIDS- এর কারণ ও লক্ষণগুলি
  • 2/10

 HIV ভাইরাসের ফলে মানবদেহে এইডস সংক্রমিত হয়। অর্থাৎ হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস (Human Immunodeficiency Virus) - ই  সৃষ্টি করে অ্যাকোয়াড  ইমিউনোডেফিসিয়েন্সি সিন্ড্রোমের  (Acquired Immunodeficiency Syndrome)। 

জেনে নিন HIV/AIDS- এর কারণ ও লক্ষণগুলি
  • 3/10

এই বছরের বিশ্ব এইডস দিবসের থিম - অতিমারীকে অবসান ঘটানো। সহনশীলতা এবং প্রভাব যা এই অতিমারী সম্পর্কে সচেতনতা বাড়াতে, এই রোগ সম্পর্কে জ্ঞান বাড়াতে এবং প্রচলিত HIV-র বিরুদ্ধে কথা বলার জন্যে বিশ্বজুড়ে আহ্বান জানায় । 


 

Advertisement
জেনে নিন HIV/AIDS- এর কারণ ও লক্ষণগুলি
  • 4/10

 বিগত দশ বছরে এইডসের সচেতনতা বৃদ্ধির ফলে বহু মানুষ এই রোগে আক্রান্ত হলেও সঠিক চিকিৎসা পাচ্ছেন। 

জেনে নিন HIV/AIDS- এর কারণ ও লক্ষণগুলি
  • 5/10

তা সত্বেও এখনও এক কোটিরও বেশি মানুষ HIV পজিটিভ এবং তার মধ্যে অনেকেরই মারণ এই রোগে মৃত্যু হচ্ছে।

জেনে নিন HIV/AIDS- এর কারণ ও লক্ষণগুলি
  • 6/10

চলতি বছরে একেই করোনা অতিমারীতে সারা পৃথিবী জুড়ে মৃত্যু হয়েছে কোটি কোটি মানুষ। তাই এই সময়ে দাঁড়িয়ে এইডস নিয়ে মানুষের সচেতনতা বৃদ্ধি খুবই জরুরী। 

জেনে নিন HIV/AIDS- এর কারণ ও লক্ষণগুলি
  • 7/10

কীভাবে HIV সংক্রমণ হয়? 

* এইডসে আক্রান্ত রোগীর শরীর থেকে নির্গত কোনও তরল যেমন রক্ত, সেমেন, যৌন রস, বুকের দুগ্ধ ইত্যাদির  থেকে এই রোগ ছড়ায়। 

* গর্ভনিরোধক ব্যবহার না করে যৌন সংগমের ফলেও আক্রান্ত ব্যক্তি থেকে তাঁর পার্টনার সংক্রমিত হতে পারেন। 

Advertisement
জেনে নিন HIV/AIDS- এর কারণ ও লক্ষণগুলি
  • 8/10

* ইঞ্জেকশন, সূঁচ, ছুঁরি, কাঁচি ইত্যাদি সংক্রমিত ব্যক্তির ব্যবহারের পর পুনরায় ব্যবহার করলে ছড়াতে পারে। 

* এমনকি HIV পজিটিভ কোনও গর্ভবতী মহিলার থেকে তাঁর সন্তানের মধ্যেও সেটা ছড়িয়ে পড়তে পারে। 

জেনে নিন HIV/AIDS- এর কারণ ও লক্ষণগুলি
  • 9/10

AIDS রোগের লক্ষণ : 

এই রোগের প্রাথমিক কিছু লক্ষণ হল জ্বর, গলা ব্যথা, ত্বকের সমস্যা, মাথা ঘোরা, সারা শরীরের গাঁটে ও মাংসপেশীতে ব্যথা, পেটের সমস্যা, মাথায় ব্যথা ইত্যাদি। সংক্রমণ আরও গভীর হলে শারীরিক সমস্যা আরও বাড়তে থাকে। অন্যান্য অনেক শারীরিক সমস্যার সঙ্গে এইডসে আক্রান্ত রোগীর, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।
 

জেনে নিন HIV/AIDS- এর কারণ ও লক্ষণগুলি
  • 10/10

সাবধানতা: 


 মারণ এইডসকে রুখতে আমাদের আরও সচেতন হতে হবে।

*যৌনসঙ্গমের সময় অবশ্যই গর্ভনিরোধক ব্যবহার করতে হবে।

* গর্ভবতী মহিলাদের খুবই সচেতন থাকতে হবে নিজের সন্তানকে নিয়ে। 

* মনে রাখা জরুরী এখনও পর্যন্ত এইডস রোগের কোনও সঠিক ওষুধ পাওয়া যায়নি। তাই এক্ষত্রে লজ্জার কোনও কারণ নেই। সঠিক সময়ে চিকিৎসা করা এবং সচেতন থাকার ফলে এই রোগের মৃত্যু হার আরও অনেক কমতে পারে।

Advertisement