scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

টাকা-চাবি কোথায় রেখেছেন ভুলে যান? সতর্ক হোন না হলে ফল মারাত্মক

টাকা-চাবি কোথায় রেখেছেন ভুলে যান? সতর্ক হোন না হলে ফল মারাত্মক
  • 1/7

World Alzheimer Day 2021: Alzheimer এমন এক অসুখ যা মূলত বৃদ্ধ-বৃদ্ধাদের হয়। বিভিন্ন গবেষণা থেকে জানা গিয়েছে, সাধারণত ৬৫ বছরের পরে এই রোগ বাসা বাঁধে। গোটা পৃথিবীতে এই রোগের প্রকোপ ক্রমশ বাড়ছে। 
 

টাকা-চাবি কোথায় রেখেছেন ভুলে যান? সতর্ক হোন না হলে ফল মারাত্মক
  • 2/7

একবার কেউ এই রোগে আক্রান্ত হলে সেই ব্যক্তির প্রতিদিনের জীবনকে প্রভাবিত করে। কিন্তু, কীভাবে বুঝবেন যে কেউ Alzheimer -এ আক্রান্ত হতে পারেন? দেখুন এর লক্ষণগুলি। 

টাকা-চাবি কোথায় রেখেছেন ভুলে যান? সতর্ক হোন না হলে ফল মারাত্মক
  • 3/7

স্মৃতিশক্তি লোপ : Alzheimer-এর প্রাথমিক লক্ষণ হল স্মৃতিশক্তি লোপ। যেমন, অনেকেই ভুলে যান তিনি টাকা-ফোন-চাবি ইত্যাদি কোথায় রেখেছেন। .দিনের পর দিন এভাবে চলতে থাকলে অবহেলা করা যাবে না। ডাক্তার দেখান। 
 

Advertisement
টাকা-চাবি কোথায় রেখেছেন ভুলে যান? সতর্ক হোন না হলে ফল মারাত্মক
  • 4/7

টাকা গুণতে সমস্যা : অনেকেরই টাকা গুণতে সমস্যা হয়। বেশি সংখ্যক নোট হলেই গুণতে গুণতে খেয় হারিয়ে ফেলেন অনেকেই। এমনটা দিনের পর দিন চলতে থাকলে সাবধান থাকুন। ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। 
 

টাকা-চাবি কোথায় রেখেছেন ভুলে যান? সতর্ক হোন না হলে ফল মারাত্মক
  • 5/7

ডিপ্রেশন ও মুড সুইং : ডিপ্রেশন ও মুড সুইং অনেকেরই হয়। তবে তা বাড়তে থাকলে চিন্তার কারণ রয়েছে। কেননা Alzheimer-এর প্রাথমিক লক্ষণ হল এটি। 

টাকা-চাবি কোথায় রেখেছেন ভুলে যান? সতর্ক হোন না হলে ফল মারাত্মক
  • 6/7

সিদ্ধান্ত নিতে সমস্যা : Alzheimer-এর রোগীরা কোনও একটি সিদ্ধান্তে স্থীর থাকতে পারেন না। এমনকী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও তাঁরা সবসময় দোটানায় পড়ে যান। 
 

টাকা-চাবি কোথায় রেখেছেন ভুলে যান? সতর্ক হোন না হলে ফল মারাত্মক
  • 7/7

কথা বলার সমস্যা ও মনসংযোগের অভাব : কথা বলার সমস্যা হল Alzheimer-এর প্রাথমিক লক্ষণ। কথা বলতে বলতে জড়িয়ে যাওয়া বা একটানা কথা বলতে না পারলে ডাক্তার দেখান। পাশাপাশি মনোসংযোগের অভাবও এই রোগের একটি অন্যতম লক্ষণ। 

Advertisement