World Alzheimer Day 2021: Alzheimer এমন এক অসুখ যা মূলত বৃদ্ধ-বৃদ্ধাদের হয়। বিভিন্ন গবেষণা থেকে জানা গিয়েছে, সাধারণত ৬৫ বছরের পরে এই রোগ বাসা বাঁধে। গোটা পৃথিবীতে এই রোগের প্রকোপ ক্রমশ বাড়ছে।
একবার কেউ এই রোগে আক্রান্ত হলে সেই ব্যক্তির প্রতিদিনের জীবনকে প্রভাবিত করে। কিন্তু, কীভাবে বুঝবেন যে কেউ Alzheimer -এ আক্রান্ত হতে পারেন? দেখুন এর লক্ষণগুলি।
স্মৃতিশক্তি লোপ : Alzheimer-এর প্রাথমিক লক্ষণ হল স্মৃতিশক্তি লোপ। যেমন, অনেকেই ভুলে যান তিনি টাকা-ফোন-চাবি ইত্যাদি কোথায় রেখেছেন। .দিনের পর দিন এভাবে চলতে থাকলে অবহেলা করা যাবে না। ডাক্তার দেখান।
টাকা গুণতে সমস্যা : অনেকেরই টাকা গুণতে সমস্যা হয়। বেশি সংখ্যক নোট হলেই গুণতে গুণতে খেয় হারিয়ে ফেলেন অনেকেই। এমনটা দিনের পর দিন চলতে থাকলে সাবধান থাকুন। ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন।
ডিপ্রেশন ও মুড সুইং : ডিপ্রেশন ও মুড সুইং অনেকেরই হয়। তবে তা বাড়তে থাকলে চিন্তার কারণ রয়েছে। কেননা Alzheimer-এর প্রাথমিক লক্ষণ হল এটি।
সিদ্ধান্ত নিতে সমস্যা : Alzheimer-এর রোগীরা কোনও একটি সিদ্ধান্তে স্থীর থাকতে পারেন না। এমনকী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও তাঁরা সবসময় দোটানায় পড়ে যান।