scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

World Blood Donor Day 2021: রক্তদানে শরীর থাকে সুস্থ, কমে স্ট্রোক ও ক্যান্সারের সম্ভাবনা

রক্তদান
  • 1/9

রক্তদানে কোনও সমস্যা হয় না। একজন সুস্থ মানুষের শরীরে পাঁচ-ছয় লিটার রক্ত থাকে। এর মধ্যে সাধারণত ২৫০ থেকে ৪০০ মিলিলিটার রক্ত দান করা হয়। 

রক্তদান
  • 2/9

রক্তদান অনেক ক্ষেত্রে ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে। তবে রক্তদানের জন্য আবশ্যিক শর্ত হল, ১৮ থেকে ৬০ বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। ওজন হতে হবে ৪৫ কেজির বেশি। 

রক্তদান
  • 3/9

নিয়ম মেনে রক্তদান করলে হার্ট ও লিভার ভালো থাকে। মোটা হওয়ার সম্ভাবনাও কমে যায়। 
 

Advertisement
রক্তদান
  • 4/9

বছরে তিনবার রক্তদান করা ভালো। এতে শরীরে লোহিত কণিকাগুলোর প্রাণবন্ত হয়ে ওঠে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। 
 

রক্তদান
  • 5/9

রক্তদান স্ট্রোকের সম্ভাবনা কমিয়ে দেয়। রক্তে অতিরিক্ত মাত্রায় আয়রন থাকা একেবারেই ঠিক নয়। নিয়ম মেনে রক্তদান করলে এই আয়রনের মাত্রা কে যায়। 

রক্তদান
  • 6/9

রক্তদান করলে কোষগুলি আরও চনমনে হয়ে ওঠে। এতে শরীর ভালো থাকে। আবার রক্তদানে মানসিকভাবে তৃপ্তিও পাওয়া যায়। তাই মনও ভালো থাকে। 

রক্তদান
  • 7/9

 কিন্তু, মনে রাখবেন ক্যান্সার, হিমোফিলিয়া, ম্যালেরিয়াসহ জীবাণুঘটিত রোগ বা ও এইডসে আক্রান্ত থাকলে আপনি রক্তদান করতে পারবেন না। 

Advertisement
রক্তদান
  • 8/9

রক্তদানের আগে ভরপেট খান। কিন্তু, কোনও এনার্জি ড্রিঙ্ক পান করবেন না। 

রক্তদান
  • 9/9

রক্তদানের আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। তিনি বললে তবেই রক্তদান করুন। 

Advertisement